ইউনুসের বাংলাদেশে ফের হিন্দু হত্যা! ময়মনসিংহে গুলিবিদ্ধ হয়ে নিহত নিরাপত্তাকর্মী

December 30, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৩৫: বাংলাদেশে ফের এক হিন্দু হত্যাকাণ্ড। মুহাম্মদ ইউনুসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে গত দুই সপ্তাহে এই নিয়ে তৃতীয় সংখ্যালঘু খুনের অভিযোগ উঠল। ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানার ভেতরে গুলি করে হত্যা করা হয়েছে ৪২ বছর বয়সী নিরাপত্তাকর্মী বজেন্দ্র বিশ্বাসকে। এই ঘটনায় অভিযুক্ত তাঁরই সহকর্মী, আনসার বাহিনীর সদস্য নোমান মিয়াকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহরাবাড়ী এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, লাবিব গ্রুপের মালিকানাধীন ‘সুলতানা সুয়েটার্স’ নামক কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন বজেন্দ্র। সেখানেই ডিউটিতে থাকাকালীন আনসার সদস্য নোমান মিয়ার বন্দুকের গুলিতে তিনি প্রাণ হারান।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার বিবরণ দিতে গিয়ে জানান, অভিযুক্ত আনসার সদস্য নোমান খেয়ালের বশে বা ঠাট্টা করতে গিয়ে বজেন্দ্রকে বন্দুক তাক করে ভয় দেখাচ্ছিলেন। সেই সময়ই অসাবধানতাবশত বন্দুক থেকে গুলি বেরিয়ে যায় এবং তা সজোরে লাগে বজেন্দ্র বিশ্বাসের বাম পায়ের উরুতে। গুলিবীদ্ধ হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই তাঁর মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকায়, বাবার নাম লুৎফর রহমান। এই ঘটনায় ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। গত দুই সপ্তাহে পদ্মাপাড়ে এই নিয়ে তৃতীয় সংখ্যালঘু মৃত্যুর ঘটনা ঘটল। কারখানার ভেতরে খোদ নিরাপত্তারক্ষীর হাতেই সহকর্মীর মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen