ভারত-পাক ম্যাচে ‘নাটকীয় অন্তিম ওভার’-এর সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব
জয় দিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল টিম ইন্ডিয়া।

ভারত-পাক লড়াইয়ের ২০তম তথা শেষ ওভার ভারতবাসীকে দীপাবলির উপহার দিয়ে গেল। ম্যাচ গড়িয়ে ছিল শেষ ওভার অবধি, ছয় বলে ১৬ রান করতে হত বিরাটদের। বিস্ময়ের ওভারের প্রথম বলেই আউট হলেন হার্দিক, মহম্মদ নাওয়াজের বলে কভার পয়েন্টে ক্যাচ দিয়ে বসেন অলরাউন্ডার। টি-টোয়েন্টির নয়া নিয়মে স্ট্রাইকে আসেন দীনেশ কার্তিক। ফুলটস বলে এক রান নিয়ে স্ট্রাইক দেন বিরাটকে। তৃতীয় বলে দু’রান নেন বিরাট। এই পর্যন্ত ওভার সাধারণই ছিল। পরবর্তী তিন বলে বদলে ম্যাচের অঙ্ক। ক্রিকেটের ইতিহাস নাটকীয়তম ওভারের সাক্ষী থাকল।
ওভারের চতুর্থ বলটি নো বল করে বসেন নাওয়াজ। সেই সঙ্গে ছক্কা হাকান কোহলি। সাত রান আসে একটি বলে। ৩ বলে ১৩ রানের অঙ্ক নেমে আসে তিন বলে ৬ রানে। পরের বল ওয়াইড হওয়ায় আরও এক রান চলে আসে। চলতে থাকে ফ্রি হিটটি, পরের বলটিতে বাইয়ের মাধ্যমে তিন রান আসে। পঞ্চম বলে আউট হন দীনেশ কার্তিক। নামেন আশ্বিন, ষষ্ঠতম বল ওয়াইড হয়। চলে আসে আরও এক রান। সঙ্গে এসে যায় অতিরিক্ত একটি বল, সেটিতেও সহজে এক রান নিয়ে চার উইকেটে ম্যাচ জেতে ভারত। জয় দিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল টিম ইন্ডিয়া।