মেলবোর্নে ইতিহাস, ১৪ বছরের খরা কাটিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট জয় ইংল্যান্ডের

December 27, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৫: মেলবোর্নে শনিবার ইতিহাস গড়ল ইংল্যান্ড। মাত্র দু’দিনেই শেষ হওয়া বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়ে ১৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল বেন স্টোকসের দল। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের ১৮ ম্যাচের জয়হীন অধ্যায়ও শেষ হল। ২০১৩ সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া সেই হতাশার অধ্যায়ে ইংল্যান্ড ১৬টি টেস্ট হেরেছিল এবং দু’টি ড্র করেছিল। শেষবার অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড জিতেছিল ২০১১ সালে, সিডনিতে অ্যান্ড্রু স্ট্রসের নেতৃত্বে।

এই ম্যাচে শুরু থেকেই ছিল বোলারদের দাপট। প্রথম দিনেই ২০ উইকেট পড়ে যায়। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র ১৫২ রান করলেও ৪৬ রানের লিড নিয়ে দিন শেষ করে। জবাবে ইংল্যান্ড থামে ১১০ রানে। দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ইনিংসও বেশিক্ষণ টেকেনি। ট্রাভিস হেড (৪৬), অধিনায়ক স্টিভ স্মিথ (২৪) ও ক্যামেরন গ্রিন (১৯) ছাড়া কেউই দুই অঙ্কে পৌঁছতে পারেননি। মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

ইংল্যান্ডের পেস আক্রমণ ছিল ভয়ংকর। ব্রাইডন কার্স নেন চার উইকেট। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া জশ টাং ও অধিনায়ক স্টোকস যথাক্রমে দুই ও তিনটি উইকেট যোগ করেন। গাস অ্যাটকিনসন সামান্য চোট পেয়ে বেশি বল না করলেও তাঁর স্পেলেই আউট হন নাইটওয়াচম্যান স্কট বোল্যান্ড।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করে চার উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে বহুদিন পর স্বস্তির হাসি ইংলিশ শিবিরে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen