ইতিহাসের পুনরাবৃত্তি, মোদী আসবেন তাই ঢাকা হল আমেদাবাদের বস্তি

এভাবেই কি মোদী সরকার দেশের দারিদ্র দূর করবেন?

March 12, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আজ শুক্রবার প্রধানমন্ত্রী আমেদাবাদের সবরমতী আশ্রমে ‘আজাদি কা অম্রুত মহোৎসব’- এর উদ্বোধন করতে আসবেন। সবরমতী থেকে ডান্ডি, এই ২৪১ কিলোমিটারের পদযাত্রা, গান্ধীজির ডান্ডি অভিযানের স্মৃতিতে এই উৎসব। তারই শুভ সূচনা আজ।

একদিকে যেখানে স্বাধীনতার স্মৃতি রোমন্থন করা হচ্ছে, অপরদিকে ঠিক সেখানেই সাদা চাঁদরে ঢেকে দেওয়া হল আমেদাবাদের(Ahmedabad) সব বস্তিকে। কারণ? প্রধানমন্ত্রীর রাস্তায় যেন কোন দৃশ্য দূষণ না হয়। ঠিক যেমনটা করা হয়েছিল গত বছর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) সফরের সময়। সেই সময় এই ঘটনায় সমালোচনাও হয়েছিল বিস্তর। তাতে যে বিজেপির মোটেই কিছু যায় আসেনি আজকের এই ঘটনা তারই প্রমাণ।

এভাবেই কি মোদী সরকার দেশের দারিদ্র দূর করবেন? আসল ভারতবর্ষের চিত্র এড়িয়ে যাওয়াটাই কি এদের ধর্ম? নাকি দারিদ্রকে নির্মূল করার বদলে ঢেকে ফেলতে চাইছেন প্রধানমন্ত্রী। আমেদাবাদের ঘটনা তার প্রতীক মাত্র।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen