Hockey Asia Cup 2025: হ্যাটট্রিকের বন্যা, কাজাখস্তানকে ১৫-০ উড়িয়ে সুপার ফোরে ভারত
সোমবারের ম্যাচ ছিল কার্যত নিয়মরক্ষার, কারণ ভারতের সুপার ফোর আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু মাঠে নেমে কোনো রকম ছাড় দেয়নি তারা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:০৫: এশিয়া কাপ হকিতে প্রতিপক্ষের ওপর রীতিমতো ঝড় তুলল ভারত। কাজাখস্তানকে ১৫-০ গোলে বিধ্বস্ত করে পুল এ-তে শীর্ষে থেকে সুপার ফোরে জায়গা নিশ্চিত করল হরমনপ্রীতরা।
সোমবারের ম্যাচ ছিল কার্যত নিয়মরক্ষার, কারণ ভারতের সুপার ফোর আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু মাঠে নেমে কোনো রকম ছাড় দেয়নি তারা। চার গোল করলেন অভিষেক, হ্যাটট্রিক করলেন সুখজিৎ সিংহ ও যুগরাজ সিংহ। দুরন্ত ফর্মে থাকা অধিনায়ক হরমনপ্রীত সিংহ জোড়া গোল করলেন। সুযোগ নষ্ট না হলে ব্যবধান আরও বড় হতে পারত।
আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ভারত ৭ নম্বরে, কাজাখস্তান ৮১-এ। ১৯৯৪ সালের পর প্রথমবার এশিয়া কাপে খেলার সুযোগ পেয়েছে তারা। কিন্তু অভিজ্ঞতা ও দক্ষতার ফারাক স্পষ্ট হয়ে গেল মাঠে। একটিও গোল করতে পারল না কাজাখস্তান, গোটা ম্যাচে ভারতই ছড়াল দাপট।
এটি ভারতের টানা তৃতীয় জয়। প্রথম ম্যাচে চিনকে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। এরপর জাপানের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয়। আর কাজাখস্তানের বিরুদ্ধে এলো দাপুটে সাফল্য।
তিন ম্যাচ শেষে ভারতের ঝুলিতে সর্বাধিক ৯ পয়েন্ট। একই গ্রুপে চিন আছে ৪ পয়েন্টে। অন্য গ্রুপ থেকে মালয়েশিয়া (৯ পয়েন্ট) ও কোরিয়া (৬ পয়েন্ট) সুপার ফোরে উঠেছে। পরের রাউন্ডে ভারতকে খেলতে হবে চীন, মালয়েশিয়া এবং কোরিয়ার বিরুদ্ধে। সেখান থেকে শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে।