বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হরমনপ্রীতরা, ইংল্যান্ডের সঙ্গে গোল শূন্য ড্র ভারতের
ইংল্যান্ডও জয় দিয়েই চলতি বিশ্বকাপ শুরু করেছিল। প্রথম ম্যাচে ওয়েলসকে ৫-০-এ হারিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু আজ দুই দলই আটকে গেল।

এল না জয়, হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ড্র করল টিম ইন্ডিয়া। এই নিয়ে টানা পরপর দুবার হকি বিশ্বকাপের আসর বসেছে ভারতে। প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে ২-০ জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। প্রথম ম্যাচে ভারতের হয়ে ২ টি গোল করেন অমিত রোহিদাস ও হার্দিক সিং। অন্যদিকে, ইংল্যান্ডও জয় দিয়েই চলতি বিশ্বকাপ শুরু করেছিল। প্রথম ম্যাচে ওয়েলসকে ৫-০-এ হারিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু আজ দুই দলই আটকে গেল। গোল শূন্যভাবেই শেষ হল নির্ধারিত সময়ের খেলা।
প্রসঙ্গত, গত বছর হকির ময়দানে ভারত-ইংল্যান্ড তিনবার মুখোমুখি হয়েছিল। শেষবার কমনওয়েলথ গেমসে মুখোমুখি হয়েছিল দু-দল। গ্রুপ পর্বে ৪-৪-এ সেই ম্যাচ ড্র হয়েছিল। এছাড়াও এফআইএইচ প্রো লিগের প্রথম লেগে ৩-৩ ড্র করে ভারত ইংল্যান্ড। দ্বিতীয় লেগে ৪-৩ ব্যবধানে ভারত ম্যাচ জিতেছিল। আজকের ম্যাচের ফলাফল ০-০।