স্বরাষ্ট্র গেল সম্রাটের হাতে, মুখ্যমন্ত্রী হয়েও নীতীশ কি কোণঠাসা বিহার রাজনীতিতে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭.৩০: বিহারের নতুন মন্ত্রিসভা গঠনের পর দেখা গেল স্বরাষ্ট্র দপ্তর আর নীতীশ কুমারের (Nitish Kumar) হাতে নেই। ফলে শাসনক্ষমতায় থেকেও তিনি যেন ক্ষমতাহীন মুখ্যমন্ত্রী। বিরোধীদের কটাক্ষ, তিনি এখন বিহারের “নিধিরাম সর্দার”। কারণ, রাজ্যের পুলিশ ও প্রশাসনের চাবিকাঠি তুলে দেওয়া হয়েছে বিজেপি (BJP) নেতা ও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরির (Samrat Choudhary) হাতে। এই সিদ্ধান্তকে ঘিরে জল্পনা বাড়ছে, বিজেপি কি আগেভাগেই নিজেদের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রীকে তৈরি করে রাখছে?
দলবদলের ইতিহাসে নীতীশ বারবার আলোচনায়। কিন্তু প্রশাসন চালাতে গিয়ে সবসময় ভরসা করেছেন পুলিশের ওপর। সেই দপ্তর ই দুই দশক পর তাঁর হাত থেকে চলে গেল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটাই সবচেয়ে বড় সংকেত। এর আগে পশ্চিমবঙ্গ হোক বা উত্তরপ্রদেশ, মুখ্যমন্ত্রী মানেই স্বরাষ্ট্র দপ্তরের নিয়ন্ত্রণ। ইতিহাস বলছে, বাংলায় বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হওয়ার আগেই জ্যোতি বসু তাঁকে স্বরাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন। অনেকে মনে করছেন, বিহারেও একই রকম ভবিষ্যৎ পরিকল্পনার ছাপ দেখা যাচ্ছে।
নীতীশ শিবির অবশ্য অভিযোগ মানতে নারাজ। তাঁদের দাবি, স্বরাষ্ট্র যেমন বিজেপির হাতে, তেমনই অর্থ দপ্তর এসেছে জেডিইউয়ের (JDU) কাছে। তবে বাস্তব বলছে, ভূমি, স্বাস্থ্য, খনি সহ বেশিরভাগ গুরুত্বপূর্ণ দপ্তর ই পেয়ে গেছে বিজেপি। এই অবস্থায় নীতীশ নিজের হাতে কোনও গুরুত্বপূর্ণ দপ্তর না পাওয়ায় প্রশ্ন আরও জোরালো হয়েছে।
রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, নীতীশের শারীরিক অবস্থাই এই সিদ্ধান্তের মূল কারণ। নির্বাচনী প্রচারে বারবার দেখা গিয়েছে তাঁর ভুলভ্রান্তি ও স্মৃতিভ্রংশের লক্ষণ। জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদীকে (Narendra Modi) মুখ্যমন্ত্রী বলে ফেলায় বিতর্ক আরও বেড়েছিল। বিজেপির ভিতরে কেউ কেউ বলছেন, বর্তমান অবস্থায় তাঁর হাতে পুলিশ দপ্তর রাখা সম্ভব ছিল না।
বিধানসভায় বিজেপির আসনসংখ্যা জেডিইউয়ের থেকে বেশি। মন্ত্রিসভার সংখ্যাগত দিক থেকেও বিজেপিই বড় শরিক। উপমুখ্যমন্ত্রী দু’জনই পদ্মশিবিরের। ফলে জোটধর্ম মেনে নীতীশকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে রাখা হলেও আসল নিয়ন্ত্রণ যে বিজেপির হাতেই, তা মন্ত্রিসভার প্রথম দিনেই স্পষ্ট হয়ে গেছে।
তবে কেন্দ্রীয় রাজনীতির সমীকরণ ভিন্ন। এখনও নীতীশের সাংসদ সংখ্যা মোদীর সরকারের জন্য গুরুত্বপূর্ণ। তাই আপাতত টানাপড়েন তৈরি হলেও বড় কোনও রাজনৈতিক সংঘাতে যাবে না বিজেপি, এমনটাই মত বহু পর্যবেক্ষকের। একথা মানছেন প্রায় সবাই, নীতীশের পর জেডিইউয়ে এমন কোনও শক্তিশালী নেতা নেই যিনি মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। সে কারণেই ভবিষ্যৎ লক্ষ্য করেই বিজেপি এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।