‘দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি পদত্যাগ করুন’, শাহের উদ্দেশ্যে হুঙ্কার মমতার

December 30, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪৫: শহরে এসেছেন অমিত শাহ। মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন শাহ। পাশাপাশি তিনি দাবি করেন, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার প্রতিষ্ঠা করবে বিজেপি। পাল্টা বাঁকুড়ার জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শাহের পদত্যাগ দাবি করেন। হুঙ্কারের সুরে মমতা বললেন, ‘‘ইউ মাস্ট রিজাইন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি পদত্যাগ করুন। দুই-তৃতীয়াংশ ভোটে জিতবেন, বলছেন। এবার তো বলছেন না, ‘আব কি বার/২০০ পার।’ আমি বলতে চাই, এবার আপনাকে দেশ থেকে বার। আবার বাংলার ক্ষমতায় এসে গণতান্ত্রিকভাবে দেশ থেকে বার করে দেব।”

অনুপ্রবেশ নিয়ে শাহের মন্তব্যের প্রেক্ষিতে মমতা প্রশ্ন তোলেন, ‘‘অনুপ্রবেশ কি শুধু বাংলায় ঘটে? কাশ্মীর বা অন্য কোনও সীমান্ত রাজ্যে হয় না? তাহলে দেশে অনুপ্রবেশ করে পহেলগাঁও হামলা করল চালাল? পহেলগাঁও হামলা কে করল? দিল্লি বিস্ফোরণ কে করল? আপনারা কী করছিলেন?”
দিল্লি বিস্ফোরণের প্রসঙ্গ টেনে বিজেপি সরকারকে তোপ দাগেন মমতা। তিনি বলেন, ‘‘দিল্লিতে কতদিন আগে একটা ঘটনা ঘটে গেল, অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই? তাহলে আপনারা করলেন?”

এদিন শাহ অভিযোগ করেছেন, সীমান্ত সুরক্ষার জন্য কাঁটাতার বসানোর জন্য জায়গা দেয় না রাজ্য সরকার। জবাবে মমতা বললেন, ‘‘রাজ্যে এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেয়নি। জমি না-দিলে তারকেশ্বর, বিষ্ণুপুর লাইন কে করে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছে। জমি না দিলে ইসিএলের জমিগুলি কয়লা তোলার জন্য কথা থেকে আসত। রায়গঞ্জ, চ্যাংড়াবান্ধা, ঘোজাডাঙায় আমরা জমি না দিলে কী করে কাজ করতেন? অনুপ্রবেশ রুখে দেওয়ার দায়িত্ব বিএসএফের। তারা কেন রুখতে পারে না? ইউ মাস্ট রিজাইন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন।” নাম না-করে অমিত শাহকে দুর্যোধন, দুঃশাসন বলে নিশানা করেন মমতা। তৃণমূলের সর্বময় নেত্রী বলেন, ‘‘ভোট এলেই দুর্যোধন, দুঃশাসনরা আসেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen