৯ মাসে প্রায় ৫ লক্ষ পর্যটকদের ভিড় পাহাড়ে, জায়গা নেই হোম স্টে-তেও

বাঙালি ছুটি পেলেই যেখানে যেতে চায় সেটা হল দার্জিলিং।

January 8, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাঙালি ছুটি পেলেই যেখানে যেতে চায় সেটা হল দার্জিলিং। কিন্তু ‘অফবিট স্পট’-এর টানে এবার দার্জিলিংয়ের ভিড় কার্যত রেকর্ড গড়েছে। সেই ভিড়ে বাঙালি থেকে শুরু করে দেশ-বিদেশের বহু পর্যটকও রয়েছেন।

প্রায় ৫ লক্ষ পর্যটক এখনও পর্যন্ত পর্যন্ত এসেছেন গত নয় মাসে জানান পর্যটন ব্যবসায়ীরা।

পর্যটন দপ্তরের কর্তা জানালেন দার্জিলিং এবং কালিম্পং মিলিয়ে তাদের ৫টি অতিথি আবাস আছে। কোথাও কোনও ঘর খালি নেই। প্রায় ৮০০ হোটেল ও লজ আছে এখানে। হোম স্টে আছে প্রায় তিন হাজার। সবজায়গাতেই উপচে পড়ছে পর্যটকদের ভিড়। হোম স্টে গুলোয় শেখানো হচ্ছে অতিথি আপ্যায়ন কৌশল যার সুফল পাচ্ছেন তারা।

সরকারি তথ্য বলছে গত নয় মাসে দার্জিলিংয়ে এসেছেন ৭ লক্ষ ৩৩ হাজারের বেশি মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen