অস্কারের দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল ‘হোমবাউন্ড’

December 17, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০: নীরজ ঘাইওয়ান পরিচালিত ছবি ‘হোমবাউন্ড’ (Homebound) অস্কারের দৌড়ে এগিয়ে গেল আরও এক ধাপ। ইশান খাট্টার, জাহ্ণবী কাপুর ও বিশাল জেঠওয়া অভিনীত এই সিনেমা ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে সেরা ১৫টি সিনেমার মধ্যে শর্টলিস্টেড হয়েছে। করণ জোহর সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ একটি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন।

নীরজ ঘায়ওয়ান পরিচালিত ‘আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। এবার সেই যাত্রায় যুক্ত হল অস্কারের মতো বড় মাইলফলক। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস জানিয়েছে, প্রাথমিক ভোটিংয়ের পর ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ১৫টি ছবিকে শর্টলিস্ট করা হয়েছে। এই তালিকাতেই রয়েছে ভারতকে প্রতিনিধিত্ব করা ছবি ‘হোমবাউন্ড’।

‘হোমবাউন্ড’ ছবির গল্প শৈশবের দুই বন্ধু শোয়েব ও চন্দন-কে ঘিরে। তাঁদের দু’জনেরই স্বপ্ন এক, পুলিশে যোগ দেওয়া। সেই স্বপ্ন কীভাবে তাঁদের ভবিষ্যৎকে গড়ে তোলে এবং জীবনের নানা বাঁকে তাদের সম্পর্ক কীভাবে বদলায়, সেটাই ছবির মূল বিষয়। শোয়েব ও চন্দনের চরিত্রে অভিনয় করেছেন ইশান খট্টর এবং বিশাল জেঠওয়া। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জাহ্নবী কাপুরকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen