Hong kong Open 2025: লক্ষ্য সেনের দুর্দান্ত প্রত্যাবর্তন, কোয়ার্টার ফাইনাল আজ ভারত Vs ভারত

September 12, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৪:২৬: হংকং ওপেন ২০২৫-এ ভারতের শাটলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন। পুরুষদের সিঙ্গলসে দেশের দুই তারকা খেলোয়াড় মুখোমুখি হন লক্ষ্য সেন এবং এইচ.এস. প্রণয়। এক ঘণ্টা আট মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচে ১৫-২১, ২১-১৮, ২১-১০ গেমে প্রণয়কে হারিয়ে শেষ আটে জায়গা করে নিলেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২০ নম্বরে থাকা লক্ষ্য।

হংকং কলিসিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুটা একেবারেই ভালো ছিল না লক্ষ্যর জন্য। প্রথম গেমে প্রণয়ের দাপটে তিনি তাল সামলাতে ব্যর্থ হন এবং ১৫-২১ গেম হারান। দ্বিতীয় গেমেও ৯-১১ পয়েন্টে পিছিয়ে ছিলেন তিনি। কিন্তু ম্যাচে দৃঢ় মানসিকতা দেখিয়ে ১৩-১৩ সমতা ফেরান। এরপর ১৭-১৮ পিছিয়ে থাকা অবস্থায় টানা চার পয়েন্ট জিতে গেমটি ২১-১৮ জিতে নেন লক্ষ্য।

তৃতীয় গেমে শুরুটা কিছুটা সতর্ক ভাবে শুরু করলেও বিরতির সময় ১১-৮ এগিয়ে যান লক্ষ্য। এরপর প্রায় একতরফা খেলে মাত্র দুটি পয়েন্ট হারিয়ে ২১-১০ গেম জিতে নেন। এই জয়ের ফলে প্রণয়ের বিপক্ষে নয়টি সাক্ষাতের মধ্যে ছয়টি জয় হলো লক্ষের। আগামী কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ হবেন আরেক ভারতীয় খেলোয়াড় আয়ুষ শেঠি।

আয়ুষ শেঠি নিজের প্রি-কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেন। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা জাপানের কোদাই নারাওকাকে ২১-১৯, ১২-২১, ২১-১৪ গেমে হারিয়ে তিনি শেষ আটে জায়গা নিশ্চিত করেন। উল্লেখ্য, আয়ুষ এ বছর একমাত্র ভারতীয় যিনি বিডব্লিউএফ ট্যুর শিরোপা জিতেছেন (ইউএস ওপেন)। ফলে কোয়ার্টার ফাইনালে দুই ভারতীয় খেলোয়াড়ের লড়াই নিয়ে তৈরি হয়েছে চরম উত্তেজনা।

পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেঠি দারুণ প্রত্যাবর্তন করেন। থাইল্যান্ডের পিরাটচাই সুকফুন এবং পাক্কাপন তিরারাটসাকুলকে ১৮-২১, ২১-১৫, ২১-১১ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন ভারতের সেরা জুটি।

এই দিনের ভারতের ফলাফল:

পুরুষদের সিঙ্গলস: লক্ষ্য সেন জিতলেন প্রণয়ের বিরুদ্ধে (১৫-২১, ২১-১৮, ২১-১০)
আয়ুষ শেঠি জিতলেন নারাওকার বিরুদ্ধে (২১-১৯, ১২-২১, ২১-১৪)
কিরণ জর্জ হেরে গেলেন চৌ তিয়েন চেনের কাছে (২১-৬, ২১-১২)
পুরুষদের ডাবলস: সাত্বিক-চিরাগ জিতলেন (১৮-২১, ২১-১৫, ২১-১১)
মহিলাদের ডাবলস: রুতাপর্ণা- স্বেতাপর্ণা হারলেন (২১-১৩, ২১-৭)

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen