দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হুগলির বিজেপি নেত্রীর

বিজেপিতে ক্রমেই বাড়ছে ক্ষোভ! দলের অন্দরের সমীকরণ অন্তত এমনটাই বলছে। শুধু তাই নয় প্রকাশ্যে চলছে কাদা ছোড়াছুড়ি

October 31, 2023 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিজেপিতে ক্রমেই বাড়ছে ক্ষোভ! দলের অন্দরের সমীকরণ অন্তত এমনটাই বলছে। শুধু তাই নয় প্রকাশ্যে চলছে কাদা ছোড়াছুড়ি। আদি বনাম নব্যদের লড়াইতে বিধ্বস্ত বিজেপি। এবারে গেরুয়া শিবিরে ফাটল আরও গভীর হল হুগলিতেও। বেআব্রু বিজেপির করুণ দশা। বিজেপির পদত্যাগী এক মহিলা নেত্রী তোপ দেগেছেন সোশ্যাল মিডিয়ায়। নাম না করে দলের রাজ্য নেতা থেকে মণ্ডল সভাপতি— সবাইকেই দুষে একের পর এক অভিযোগ তুলেছেন। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির গেরুয়া শিবিরে।

এক সময় উত্তরপাড়ায় বিজেপি নেত্রী হিসেবে পরিচিত ছিলেন কাকলি ভট্টাচার্য। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ২০২২ সালে তিনি পদত্যাগ করেন। তবে বিভিন্ন সামাজিক কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন তিনি। সোমবার সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও বার্তা ভাইরাল হয়। দিনকয়েক আগেই দলের সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে এক মহিলা কর্মী দলীয় তহবিলের টাকা নয়ছয়ের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেটি ভাইরাল হওয়ার কয়েক দিনের মধ্যেই কাকলিদেবীর পোস্ট নিঃসন্দেহে বিজেপির অস্বস্তি বাড়াল।

পোস্টে কাকলিদেবী বলেছেন, ‘আমাকে বিজেপি নেত্রী বা কর্মী বলবেন না। তাতে আমার লজ্জা লাগে। আমি একজন সমাজসেবী। নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থেকে কাজ করব’। দলের মণ্ডল সভাপতি, জেলা সভাপতি ও রাজ্য নেতাদের চোর-লম্পট বলে তোপ দেগেছেন তিনি। বলেছেন, ‘আমি ওদের ভিতরে থেকে দেখেছি, প্রত্যেকে চোর ও লম্পট। আমি সব জানি। তাঁরা কী চুরি করেছেন, সব জানি। সেকারণে, আগেই আমি বিজেপি ছেড়েছি। আগে নিজেরা ঠিক হোন। তারপর অন্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজভবনে যাবেন। মানুষকে ধাপ্পা দিয়ে কোনও লাভ হবে না’।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen