খো-খো বিশ্বকাপ খেলতে ভারতীয় দলে ডাক পেলেন চুঁচুড়ার ঈশিতা

মা ও দিদির হাত ধরে চুঁচুড়া বেগুনতলার মাঠে খো-খো খেলা দেখতে যেতেন। সেই থেকে এই খেলার প্রতি আগ্রহ জন্মায়।

December 9, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৫ সালের জানুয়ারি মাসে ভারতে অনুষ্ঠিত হবে প্রথম খো-খো বিশ্বকাপ। ভারতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন চুঁচুড়ার ঈশিতা বিশ্বাস। মগরা বাগাটি শ্রী গোপাল ব্যানার্জি কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী ঈশিতা। ছোট থেকেই খেলার নেশা। মা ও দিদির হাত ধরে চুঁচুড়া বেগুনতলার মাঠে খো-খো খেলা দেখতে যেতেন। সেই থেকে এই খেলার প্রতি আগ্রহ জন্মায়।

বাবা কল মিস্ত্রি, মা অন্যের বাড়ি রান্না করেন। পরিবারে অনটন আছে তবে মা বাবা তাঁকে উৎসাহ দেন খেলা চালিয়ে নিয়ে যাওয়ার। দিনরাত কঠোর পরিশ্রম করে চলছে ঈশিতার অনুশীলন। খো-খো অলিম্পিকে যাওয়ার স্বপ্ন দেখতেন ঈশিতা। দেশের হয়ে পদক জেতার স্বপ্ন তাঁর দু’চোখে।

ঈশিতা বলেন, “২০১৯ সালে ভারতের হয়ে সাউথ এশিয়ান গেমস খেলেছি। এখন আমার লক্ষ্য বিশ্বকাপে খেলার। পদক জেতার।” তিনি জানান, এক সময় স্কলারশিপ পেতেন। কিন্তু এখন বন্ধ রয়েছে। বিশ্বকাপের পর আবার শুরু হবে স্কলারশিপ। সরকারি সাহায্য না পেলেও খোকো ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে ও খেলো ইন্ডিয়া থেকে দশ হাজার টাকা করে পেতেন। কিন্তু এ বছরে মার্চ মাস থেকে তাও বন্ধ হয়ে যায়। তবে আশা করছেন ওয়ার্ল্ড কাপের পর আবার তা শুরু হবে। ন্যাশনাল গেমস ও খেলার ইচ্ছা রয়েছে ঈশিতার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen