সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, খালে পড়ল যাত্রীবাহী বাস, আহত অন্তত ৫০

November 7, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০.০০: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। রাজারহাটে খালে পড়ল যাত্রীবাহী বাস। ঘটনায় আহত হয়েছে কমপক্ষে পঞ্চাশ জন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বেপরোয়া গতিতে চলছিল বাসটি।

জানা গিয়েছে, বেড়াচাঁপা থেকে করুণাময়ী যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি হাড়োয়া খালে পড়ে যায়। এই দুর্ঘটনায় আহত প্রায় ৫০ জন। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছেছে রাজারহাট থানার পুলিশ।

জানা যাচ্ছে, শুক্রবার সকালে বেড়াচাঁপা থেকে করুনাময়ীগামী একটি বাস হাড়োয়া খাল ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায়। ব্রিজের রেলিং ভেঙে খালে পরে যায় যাত্রী বোঝাই বাসটি। যাত্রীদের চিৎকার শুনেই ছুটে আসেন স্থানীয় মানুষ। উদ্ধার কাজ শুরু করেন দ্রুত। আসে পুলিশ। এখনও পর্যন্ত বাসটিকে উদ্ধারের কাজ চালছে। বাসের মধ্যে একাধিক যাত্রীর আটকে থাকারও সম্ভাবনা রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে, অপর একটি বাসের পাশ দিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এই দুর্ঘটনায় কেউ নিহত হয়েছেন বলে এখনও অবধি জানা যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen