বাড়ি বসেই রূপচর্চায় হরেক ঘরোয়া টোটকা

করোনাভাইরাসের প্রকোপে স্বেচ্ছা গৃহবন্দি অনেকেই। তাই বলে তো আর রূপচর্চা থেমে থাকবে না। কোন কোন উপায়ে, বাড়ি বসেই রূপটান দিতে পারবেন

March 27, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনাভাইরাসের প্রকোপে স্বেচ্ছা গৃহবন্দি অনেকেই। তাই বলে তো আর রূপচর্চা থেমে থাকবে না। কোন কোন উপায়ে, বাড়ি বসেই রূপটান দিতে পারবেন, দেখে নিন –  

ক্লিনজারঃ রোজ যদি বেসন দিয়ে মুখ পরিষ্কার করে নেওয়া যায় স্নানের সময়, তা হলে আর আলাদা করে ফেসিয়ালের দরকার পড়বে না।

ত্বক উজ্জ্বল করতে: এক চা চামচ হলুদ গুঁড়োর সঙ্গে দু’ চা চামচ পাতি লেবুর রস আর এক চা চামচ দই মাখুন। ১৫ মিনিট মেখে মুখ ধুয়ে ফেলুন।

স্ক্রাবের জন্য: চাল আর তিল সারারাত জলে ভিজিয়ে রাখুন। মিক্সিতে পেস্ট করে মুখে মাখুন। দু’ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ওটসের গুঁড়ো আর দইয়ের পেস্ট মুখে লাগাতে পারেন। ভালো স্ক্রাবারের কাজ করবে।

টোনার: ফলের রস বা ডাবের জল মুখে মাখুন। ৫ মিনিট পর ধুয়ে নিন 

ময়েশ্চারাইজার: অ্যালোভেরা জেলের সঙ্গে একটু মধু বা ভিটামিন ই ট্যাবলেট মিশিয়ে মুখে মাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন 

ঘরোয়া উপায়ে চুলের যত্নঃ

বাড়িতে ভালো করে অয়েল মাসাজ করুন। 

কিছুক্ষণ গরম তোয়ালে মাথায় লাগিয়ে রেখে শ্যাম্পু করে ফেলুন। 

ডিম ব্যবহার করতে পারেন কন্ডিশনার হিসেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen