চুরি করা বেনারসি, সোনার গয়না পড়া reel ছেড়ে পরিচারিকা ধৃত
মধ্যমগ্রামের বাসিন্দা আশিস দাশগুপ্তের বাড়িতে পরিচারিকার কাজ করত পূজা সর্দার।

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মধ্যমগ্রামের বাসিন্দা আশিস দাশগুপ্তের বাড়িতে পরিচারিকার কাজ করত পূজা সর্দার। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আশিসবাবুরা সপরিবারে বাইরে গেলে সেই সুযোগে আলমারি খুলে মেয়ের বিয়ের বেনারসি ও তাঁর স্ত্রীর দু’টি শাড়ি চুরি করে সে। পাশাপাশি কিছু সোনার গয়নাও হাপিশ করে দেয়।
কিছুদিন পর ওই বেনারসি পরে রিল বানায় পূজা। সঙ্গে হাতে, কানে গলায় মালকিনের গয়না। এই ‘সোনালি সাজ’ সোশ্যাল মিডিয়ার বন্ধুদের না দেখালে কী হয়! ফলে ওই রিল সরাসরি পোস্ট করে দেয় ফেসবুক ও হোয়াটসঅ্যাপে।
এদিকে, ফেসবুকে পূজার রিল দেখে আঁতকে ওঠেন আশিসবাবুর মেয়ে। নিজের বিয়ের শাড়ি ও গয়না ঠিক চিনতে পারেন। তড়িঘড়ি তাঁরা আলমারি খুলে দেখেন, ওই শাড়ি, গয়না উধাও। রিলের স্ক্রিনশট নিয়ে মধ্যমগ্রাম থানায় যান আশিসবাবু। হাতে গরম তথ্যপ্রমাণ পেয়ে পুলিস গ্রেপ্তার করে পরিচারিকাকে।
অর্থাৎ কাল হল রিল বানিয়ে। জা বাড়ি ভাড়া নিয়ে থাকত নিউ বারাকপুরে। কিন্তু ওই ঘটনার পর নিউ বারাকপুরের বাড়ি ছেড়ে মধ্যমগ্রাম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে ভাড়া ওঠে সে।
কিন্তু বাড়ি বদল করেও শেষরক্ষা হল না। মধ্যমগ্রাম থানার দুই এসআই দীপঙ্কর ঘোষ ও অনুপ বিশ্বাস সেখানে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করেন।
জেরায় প্রথমে চুরির কথা এড়ালেও বেনারসি শাড়ির ছবি দেখাতেই ভেঙে পড়ে সে। পূজা পুলিসকে জানায়, সোনার গয়না সে রেখে এসেছে বাপের বাড়ি শাসনে। আর শাড়িগুলি তার কাছেই আছে। অবশেষে তা উদ্ধার করেছে পুলিস। এদিন আশিসবাবু বলেন, ওই ছবিই অভিযুক্তকে ধরিয়ে দিল।