কীভাবে শুরু হয়েছিল কুশিদার সরকার বাড়ির দুর্গাপুজো?

মালদহ শহর থেকে কিছুটা দূরে হরিশ্চন্দ্রপুরের কুশিদায় বসতবাড়িতে শুরু হয় পুজো। সরকার বাড়িতে ২২১ বছর ধরে পুজিতা হয়ে আসছেন মা দুর্গা।

September 26, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৮০৩ সালে পরাধীন ভারতে শুরু হয়েছিল সরকারদের দুর্গা আরাধনা। ব্রিটিশদের অত্যাচার চলছে গোটা দেশে। যত দিন যাচ্ছে, ভারতবাসীর প্রতি ব্রিটিশদের শোষণ বেড়েই চলেছে। দেশ স্বাধীন করতে চারিদিকে শুরু হয়েছে একের পর এক বিদ্রোহ। এমন সময় মালদহের সরকার বাড়ির পূর্বপুরুষ ক্ষেত্রমোহন সরকার দুর্গাদেবীর পুজোর সূচনা করেন।

মালদহ শহর থেকে কিছুটা দূরে হরিশ্চন্দ্রপুরের কুশিদায় বসতবাড়িতে শুরু হয় পুজো। সরকার বাড়িতে ২২১ বছর ধরে পুজিতা হয়ে আসছেন মা দুর্গা। পরম্পরা, নিয়ম-নিষ্ঠা আজও অক্ষত রেখে দেবী দুর্গার পুজো হয় সরকার বাড়িতে।

ক্ষেত্রমোহন সরকারের প্রচলন করা দুর্গা পুজো, পরবর্তী প্রজন্ম কান্তনাথ, ত্রিলোচন, রামকৃষ্ণ ও তাঁর তিন পুত্র যামিনীকান্ত, নিশিকান্ত এবং চন্দ্রকান্ত সরকার নিয়ম ও নিষ্ঠা সহকারে পুজো করছেন। পুজোতে আজও কোনও পরিবর্তন হয়নি। সরকার বাড়িতে ষষ্ঠীর সন্ধ্যায় মায়ের বোধন হয়। পরদিন অর্থাৎ সপ্তমীর সকালে মহানন্দা নদীর জল এনে ঘট বসানো হয়। সরকার বাড়ির রীতি অনুযায়ী দশমীর সকালে কুমারী পুজো হয়। তারপর মা দুর্গার ঘট বিসর্জন করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen