ডাকঘরে স্বল্প সঞ্চয়ের নিরিখে কীভাবে দেশসেরা হল বাংলা?

রিপোর্টে দেখা যাচ্ছে, আগে কখনও বাংলা থেকে এত বিপুল পরিমাণ টাকা কেন্দ্রের সঞ্চয় প্রকল্পগুলিতে জমা পড়েনি, অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে সর্বকালীন রেকর্ড গড়েছে বাংলা

July 17, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
২০২১-২২ অর্থবর্ষে ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে টাকা জমানোর নিরিখে দেশে শীর্ষস্থানে উঠে এসেছে বাংলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২১-২২ অর্থবর্ষে ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে টাকা জমানোর নিরিখে দেশে শীর্ষস্থানে উঠে এসেছে বাংলা। বাংলা থেকে প্রায় ১ লক্ষ ৫৩ হাজার ৫০০ কোটি টাকা জমা পড়েছে ওই অর্থ বছরে। ২০২২-২৩ অর্থবর্ষে ইন্ডিয়া পোস্টের সাম্প্রতিক রিপোর্টে এই তথ্য সামনে এসেছে। রিপোর্টে দেখা যাচ্ছে, আগে কখনও বাংলা থেকে এত বিপুল পরিমাণ টাকা কেন্দ্রের সঞ্চয় প্রকল্পগুলিতে জমা পড়েনি, অর্থাৎ ২০২১-২২ অর্থবর্ষে সর্বকালীন রেকর্ড গড়েছে বাংলা। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র।

২০২০-২১ অর্থ বছরে বাংলায়, ডাকঘর সঞ্চয় প্রকল্পগুলি থেকে প্রায় ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা জমা পড়েছিল। তার আগের তিন বছরে যথাক্রমে ১ লক্ষ ৪ হাজার, ৮৩ হাজার এবং ৭৭ হাজার ৭০০ কোটি টাকা জমা পড়েছিল বাংলা থেকে। কিন্তু করোনার সময় তা ব্যাপক হারে বেড়ে যায়। করোনাকালে সাধারণ মানুষ খরচে রাশ টেনে সঞ্চয় বাড়িয়েছিল। তাতেই নজির গড়ল বাংলা। ডাকঘরে একাধিক স্বল্প সঞ্চয় প্রকল্পে দেশের মধ্যে সবচেয়ে বেশি টাকা জমা পড়েছে বাংলায়। জানা গিয়েছে, স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে বাংলার মানুষ সবচেয়ে বেশি টাকা জমিয়েছেন টাইম ডিপোজিটে। এই স্কিমে ৫৪ হাজার ৪০০ কোটি টাকারও বেশি অর্থ জমা পড়েছে। সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে সবচেয়ে কম টাকা জমা পড়েছে। যার পরিমাণ ৩ হাজার ২২৩ কোটি টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen