রয়েছে থাইরয়েড ও রক্তাল্পতার সমস্যা, ৬ মাস পর দেশে ফিরে কেমন আছেন সোনালি বিবি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৫: দীর্ঘ প্রায় ছয় মাসের যন্ত্রণার অবসান। আইনি লড়াইয়ের পর গত শুক্রবার সন্ধ্যায় অবশেষে বাংলাদেশ থেকে নিজের দেশে ফিরতে পেরেছেন বীরভূমের অন্তঃসত্ত্বা তরুণী বিবি (Sonali Bibi)। সঙ্গে ফিরেছে তাঁর আট বছরের নাবালক সন্তানও। অভিযোগ, ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও তাঁদের ‘অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে বেআইনিভাবে বাংলাদেশে (Bangladesh) ‘পুশব্যাক’ করা হয়েছিল। দেশে ফেরার পরই মা ও ছেলের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে তাঁদের ভর্তি করা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ ধকলের পর মা ও শিশু দুজনেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। রামপুরহাট মেডিক্যাল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন, ২৫ বছর বয়সী সোনালি বর্তমানে প্রায় নয় মাসের (৩৫ সপ্তাহ) অন্তঃসত্ত্বা। স্বস্তির খবর হলো, তাঁর গর্ভস্থ সন্তানের নড়াচড়া (মুভমেন্ট) এবং হৃদস্পন্দন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
তবে সোনালির শারীরিক পরীক্ষায় কিছু সমস্যা ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, তাঁর বড় কোনও বিপদ না থাকলেও থাইরয়েডের সমস্যা এবং ইউরিন ইনফেকশন (মূত্রনালীর সংক্রমণ) রয়েছে। এছাড়া একজন ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা নারীর শারীরিক মাপকাঠি অনুযায়ী তাঁর শরীরে রক্তের পরিমাণ কম, অর্থাৎ তিনি ‘মডারেট’ রক্তাল্পতায় ভুগছেন। হাসপাতালের পক্ষ থেকে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে এবং পুষ্টিকর আহারের ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হলেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
অন্যদিকে, সোনালির সঙ্গে ফিরে আসা তাঁর আট বছরের ছেলেটি মোটের ওপর সুস্থ রয়েছে। তবে দীর্ঘ যাত্রাপথ ও আবহাওয়ার পরিবর্তনের কারণে তার সর্দি এবং কাশির সমস্যা দেখা দিয়েছে। সেই অনুযায়ী শিশুটিরও চিকিৎসা চলছে।
ঘটনার সূত্রপাত চলতি বছরের ১৭ জুন। দিল্লি পুলিশের (Delhi Police) হাতে আটক হন সোনালি, তাঁর স্বামী দানীশ, ছেলে সাবির এবং বীরভূমের পাইকরের বাসিন্দা সুইটি বিবি ও তাঁর দুই সন্তান। অভিযোগ, তাঁদের বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে জোর করে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া হয়। এরপর দীর্ঘ কয়েক মাস বাংলাদেশের নবাবগঞ্জ জেলে বন্দি ছিলেন অন্তঃসত্ত্বা সোনালি। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয় এবং তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকেও কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করা হয়। অবশেষে আদালতের হস্তক্ষেপে সোনালি ও তাঁর ছেলেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
তবে সোনালির প্রত্যাবর্তন স্বস্তি দিলেও উদ্বেগ কমেনি পাইকরের সুইটি বিবির পরিবারের। সোনালিদের সঙ্গে পুশব্যাক হওয়া সুইটি বিবি এবং তাঁর দুই ছেলে ইমাম ও কুরবান এখনও বাংলাদেশেই (Bangladesh) আটকে রয়েছেন। তাঁদের ফিরিয়ে আনার বিষয়ে সুইটির পরিবার গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। যদিও এ বিষয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম (Samirul Islam) তাঁদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।