উষ্ণতা হারিয়ে শীতল স্রোত! মোদী-ট্রাম্পের সম্পর্ক এখন কেমন? বড় দাবি প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

বোল্টনের মন্তব্য এমন সময়ে এল, যখন দুই দশকের মধ্যে ভারত-মার্কিন সম্পর্ক সবচেয়ে কঠিন পর্ব পার করছে।

September 5, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:০৭: দোস্ত দোস্ত না রাহা, মোদীকে শুল্কের ধাক্কা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। একদা ট্রাম্পকে মোদী বন্ধু বলেছিলেন। সে বন্ধুত্বে ফাটল ধরেছে। এখন কেমন দুই রাষ্ট্রপ্রধানের সম্পর্ক? আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) জন বোল্টন (John Bolton) জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi) যে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল, তা এখন আর নেই। তাঁর মতে, এই ঘটনা প্রমাণ করে, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা কোনও দেশের নেতাকে বড় বিপর্যয় থেকে রক্ষা করতে পারে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম LBC-কে দেওয়া সাক্ষাৎকারে বোল্টন জানান, “ট্রাম্প আন্তর্জাতিক সম্পর্ককে সবসময় নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের চশমায় দেখেন। যেমন, যদি তাঁর সঙ্গে ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সম্পর্ক ভাল হয়, তবে তিনি মনে করেন আমেরিকারও রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভাল। অথচ বাস্তবে তা নয়।” বোল্টনের দাবি, মোদীর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক একসময় খুব ভাল ছিল। কিন্তু তা অতীত। তিনি আরও বলেন, “সবার জন্য শিক্ষা হওয়া উচিত একটা ভাল ব্যক্তিগত সম্পর্ক কখনও কখনও সাহায্য করতে পারে, কিন্তু তা আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করবে না।”

বোল্টনের মন্তব্য এমন সময়ে এল, যখন দুই দশকের মধ্যে ভারত-মার্কিন সম্পর্ক সবচেয়ে কঠিন পর্ব পার করছে। ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি ও নয়া দিল্লির বিরুদ্ধে ধারাবাহিক সমালোচনা পরিস্থিতিকে আরও জটিল করেছে। বোল্টনের অভিযোগ, আমেরিকার লক্ষ্য ছিল ভারতকে রাশিয়ার প্রভাবমুক্ত করে চীনের বিরুদ্ধে কৌশলগতভাবে প্রস্তুত রাখা তা ধ্বংস করেছে ট্রাম্প প্রশাসন। এখন উল্টোটা ঘটছে। নয়া দিল্লি, রাশিয়া ও চীনের দিকে ঝুঁকছে। বোল্টন আরও দাবি, শুল্ক আরোপ ও রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর চাপ সৃষ্টি করা ছিল ট্রাম্প সরকারের ‘ভুল সিদ্ধান্ত’, যা নয়া দিল্লিকে বেজিং-মস্কোর সঙ্গে বন্ধুত্ব করতে বাধ্য করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen