‘আলাপচারিতা সভা’, ছাব্বিশের নির্বাচনের আগে কীভাবে মহিলা সংগঠনের শক্তি বাড়াচ্ছে তৃণমূল?

মাত্র এক মাসে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে ২লক্ষ ৭৫হাজার বাড়িতে পৌঁছে গিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস।

February 17, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
‘আলাপচারিতা সভা’, ছাব্বিশের নির্বাচনের আগে কীভাবে মহিলা সংগঠনের শক্তি বাড়াচ্ছে তৃণমূল?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মাত্র এক মাসে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে ২লক্ষ ৭৫হাজার বাড়িতে পৌঁছে গিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। এবার তাদের কর্মসূচি আলাপচারিতা সভা। তা হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এতে সংগঠনের ভিত মজবুত করছে তারা। বয়স্ক ও অসুস্থ মহিলাদের সরিয়ে সংঠনের সামনের সারিতে আনা হচ্ছে যুবতীদের। তৃণমূলের পাখির চোখ মহিলা ভোট। ছাব্বিশের নির্বাচনের প্রাক্কালে এই কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

মহিলাদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া, মহিলাদের স্বনির্ভর করতেও একাধিক পদক্ষেপ করা হয়েছে। মহিলা ভোট ব্যাঙ্ক ধরে রাখতেই দলের মহিলা সংগঠনেকে ময়দানে নামিয়েছে তৃণমূল কংগ্রেস। ২৪ ডিসেম্বর থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত মহিলা সংগঠন ‘দীক্ষা’ কর্মসূচি পালন করে।

শিলিগুড়ি মহকুমায় বুথ সংখ্যা ১,১০০ কাছাকাছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে প্রতিটি বুথে ২৫০টি করে বাড়িতে সংগঠনের বুথস্তরের নেত্রীরা গিয়েছেন। প্রতিটি বাড়িতে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সংগ্রামের কাহিনী, নীতি-আদর্শের কথা তুলে ধরেছেন তাঁরা। একমাস ধরে দীক্ষা কর্মসূচি চালিয়ে মহিলাদের কাছ থেকে ব্যাপক সাড়া মিলেছে। মুখ্যমন্ত্রীর নীতি, আদর্শে যুবতী থেকে গৃহবধূ সহ সর্বস্তরের মহিলাদের উদ্বুদ্ধ করতে পেড়েছি। একমাসে সংগঠনের কর্মীরা প্রায় ২লক্ষ ৭৫হাজার বাড়িতে গিয়েছেন।

এবার আলাপচারিতা কর্মসূচি হবে। আগামী ২৩ফেব্রুয়ারি বর্ধমান রোডের একটি হলে সভা হবে। বুথ, অঞ্চল, ব্লক, ওয়ার্ড ও জেলা কমিটির প্রতিনিধিরা হাজির থাকবেন। সভায় উপস্থিত থাকবেন সংগঠনের রাজ্য সহসভানেত্রী আমিনা আহমেদ ও রাজ্য সহ সম্পাদক সুস্মিতা সেন। মহিলা সংগঠনেও রদবদল শুরু হয়েছে। সংগঠন সূত্রের খবর, শিলিগুড়ি শহরে তিনটি এবং গ্রামীণ এলাকায় সাতটি ব্লক কমিটি রয়েছে। অর্থাৎ, ১০টি ব্লক কমিটির অধীনে ওয়ার্ড, অঞ্চল ও বুথ কমিটি রয়েছে। অনেক কমিটির নেত্রীদের একাংশ বয়স্ক ও অসুস্থতার কারণে নিষ্ক্রিয় রয়েছেন। কিছু জায়গায় কমিটিতে যুবতীর সংখ্যা বেড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen