আপনার পুত্র কীভাবে ICC-র চেয়ারম্যান? পরিবারতন্ত্র নিয়ে অমিত শাহকে কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর

মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “জয় শাহ রাজনীতি করেন না, রাজনীতি থেকে কোনও আয়ও নেই। তা হলে তিনি কী করে হলেন আইসিসি চেয়ারম্যান?”

August 28, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫০: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠান মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় এবার বিজেপির পরিবারতন্ত্র। ঝাঁজাল বক্তৃতায় তৃণমূল সুপ্রিমো সাফ জানালেন, বারবার নিজেদের পরিবারতন্ত্রের বিরোধী বলে দাবি করে গেরুয়া শিবির। কিন্তু অমিত শাহর (Amit Shah) পুত্র জয় শাহ আইসিসি চেয়ারম্যান পদে বসে পড়েছেন। এছাড়াও নাম না করে বেশ কয়েকজন নেতামন্ত্রীকেও নিশানা করেছেন মমতা।

এদিন ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার ধর্মতলার সভায় ভাষণ দিতে গিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তাঁর ছেলে জয় শাহকে সরাসরি আক্রমণ করেন।

তাঁর বক্তব্য, বিজেপি বারবার পরিবারতন্ত্রের বিরোধিতা করে। অথচ অমিত শাহের ছেলে জয় শাহ আজ আইসিসি চেয়ারম্যানের আসনে বসেছেন। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “জয় শাহ রাজনীতি করেন না, রাজনীতি থেকে কোনও আয়ও নেই। তা হলে তিনি কী করে হলেন আইসিসি চেয়ারম্যান? হাজার হাজার কোটি টাকার ক্ষমতা নিয়ে কেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে এই পদে বসানো হল?”
তিনি আরও বলেন, “যারা পরিবারতন্ত্রের নামে অন্যদের আক্রমণ করেন, তাঁদের উচিত আগে নিজেদের দিকে তাকানো।”

এদিনের সভায় শুধু পরিবারতন্ত্র নয়, কেন্দ্রীয় বঞ্চনা, এনআরসি (NRC) এবং ‘ভাষা সন্ত্রাস’ (Language Terrorism) নিয়েও বিজেপিকে (BJP) একহাত নেন মমতা। তাঁর দাবি, বিজেপি একদিকে গণতন্ত্রের কথা বলে, অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের ভয় দেখায়।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে জয় শাহ (Jay Shah) আইসিসির (ICC) চেয়ারম্যান নির্বাচিত হন। ইতিহাসে কনিষ্ঠতম চেয়ারম্যান হিসাবে তাঁর উত্থান নিয়ে শুরু থেকেই বিতর্ক রয়েছে। ২০১৯ সালে তিনি বিসিসিআই (BCCI) সচিব হন, পরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্টও ছিলেন।

জয় শাহ নির্বাচিত হওয়ার পর মমতা তাঁকে অভিনন্দন জানিয়ে অমিত শাহকে চিঠি লিখেছিলেন, তাতে খোঁচাও ছিল। বৃহস্পতিবারের সভা থেকে ফের একই প্রসঙ্গ তুলে বিজেপিকে পরিবারতন্ত্রে জড়িত বলে কটাক্ষ করলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen