‘বাদ পড়ার মধ্যে কতজন বাংলাদেশি, কতজন রোহিঙ্গা? তালিকা প্রকাশ করা উচিত, নয়তো ক্ষমা চান’, কমিশনকে অভিষেক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩০: বছরের শেষ দিনে নির্বাচন কমিশনের দুয়ারে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। SIR-এ কত অনুপ্রবেশকারী, কত রোহিঙ্গা ধরা পড়ল? ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’ বা অসঙ্গতির নামে কাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? কোন যুক্তিতে বাংলার ১ কোটি ৩৬ লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুলছে নির্বাচন কমিশন? এমনই পাঁচ প্রশ্নের উত্তর জানতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় পৌনে তিন ঘণ্টার বৈঠকে সদুত্তর দিতে পারেনি কমিশন, এমনই দাবি অভিষেকের।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, ‘‘বিজেপির লোক প্রচার চালিয়েছে ১ কোটি বাংলাদেশি রোহিঙ্গা। প্রশ্ন করেছি, ৫৮ লক্ষ বাদ পড়াদের মধ্যে কত জন বাংলাদেশি, কত জন রোহিঙ্গা। কমিশন এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি।’’ এরপরই কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘তালিকা প্রকাশ করা উচিত, নয়তো ক্ষমা চান।’’
৮০ ঊর্ধ্বদের SIR-শুনানিতে ছাড় দেওয়ার আর্জিও জানিয়েছেন অভিষেক। তৃণমূলের সেনাপতি বলেন,
‘‘১ কোটি ৩৬ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি তৈরি হয়েছে। একাধিক কারণে ডিসক্রিপেন্সি দেখানো হয়েছে। কিছু কিছু অসঙ্গতি আপলোড করা হয়েছে। নথিপত্র জমা দেওয়ার পরও শুনানিতে ডাকা হচ্ছে। কমিশন এর কোনও উত্তর দিতে পারেনি, বলছে প্রযুক্তিগত ত্রুটি। অসুস্থদেরও ২-৩ ঘণ্টা বসিয়ে রেখে হয়রানি করা হচ্ছে। আমরা দাবি করেছিলাম ৮০ ঊর্ধ্বদের ছাড় দিতে। আমরা দাবি করেছি, ষাটোর্ধ্ব যাঁদের কো-মর্বিডিটি আছে, তাঁদেরও ছাড় দিতে। কমিশন আমাদের জানিয়েছে, বিষয়টি তারা আলোচনা করে দেখবে।’’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই এদিন নির্বাচন কমিশনে গিয়েছেন দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া, মমতা ঠাকুর, সাকেত গোখেল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
To formally place Bengal’s concerns on record, our Parliamentary Party Leader Shri @abhishekaitc, along with our delegation, submitted a detailed letter to the Chief Election Commissioner flagging deep concerns regarding transparency, fairness, and voter protection in the ongoing… pic.twitter.com/LlILvT9nVS
— All India Trinamool Congress (@AITCofficial) December 31, 2025