আসন্ন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে কতগুলো দেশ অংশ নিতে চলেছে?

নিউটাউনে শুরু হতে চলেছে শিল্প সম্মেলন।

January 29, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: নিউটাউনে শুরু হতে চলেছে শিল্প সম্মেলন। ৫ ও ৬ ফেব্রুয়ারি বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। নিউটাউনে বাণিজ্য সম্মেলনের আসর বসছে। সেখানে ২২টি দেশ আসতে চলেছে বলে জানা যাচ্ছে। আইটি, সেমি কন্ডাক্টর থেকে বস্ত্র, চর্ম ক্ষেত্রে বিনিয়োগ আসতে পারে। বিশ্ব বাণিজ্য সম্মেলনে সবচেয়ে বড় ঘোষণাটি আসতে পারে বিশ্বের অন্যতম তথ্য প্রযুক্তি সংস্থা আইটিসি ইনফোটেকের তরফে। তাঁরা বাংলায় এআই হাব তৈরি করতে পারে।

কোন সেক্টরে কতটা বিনিয়োগ প্রয়োজন, সে’তালিকা প্রস্তুতির কাজ চলছে। বিজিবিএসে মূলত যে বিষয়গুলির ওপর বিনিয়োগে জোর দেওয়া হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল- ক্ষুদ্র শিল্প, আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ প্রভৃতি। অষ্টম বিজিবিএসে উপস্থিত থাকবেন দেশের প্রতিনিধিরা। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক।

উল্লেখ্য, শেষবার বিজিবিএসে ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া-সহ ১৭টি দেশের ৪০০ জনেরও বেশি আন্তর্জাতিক প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন। নবান্ন সূত্রের খবর, এর আগে ৬টি শিল্প সম্মেলনে ১৫ লক্ষ কোটির মতো বিনিয়োগের প্রস্তাব এসেছে। যার মধ্যে ১০ লক্ষ কোটি টাকারও বেশি প্রস্তাব বাস্তবায়িত হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen