কতজন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন? তথ্য দিল কেন্দ্র
অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পাশাপাশি দুই ভারতীয় পড়ুয়ার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মার্কিন মুলুকে ক্ষমতার বদল হতেই বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো শুরু হয়েছে। হাত, পায়ে শিকল বেঁধে নিজ দেশ থেকে ভারতীয় অভিবাসীদের কার্যত তাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। জানা যাচ্ছে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩৮৮ অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। শীঘ্রই আরও ২৯৫ জন ফিরতে পারেন বলেও খবর পাওয়া যাচ্ছে। সংসদে এই সংক্রান্ত প্রশ্নের জবাবে শুক্রবার, এমন তথ্য জানিয়েছে খোদ কেন্দ্র।
লোকসভায় বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, “জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৮৮ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। তার মধ্যে ৩৩৩ জনকে আমেরিকা থেকে সরাসরি ভারতে পাঠানো হয়েছে। বাকিরা ফিরেছেন পানামা হয়ে। সম্প্রতি মার্কিন অভিবাসন ও শুল্ক বিভাগের অধিকারিকরা জানিয়েছেন, আরও ২৯৫ জনকে ফেরত পাঠানো হতে পারে। বিদেশ মন্ত্রক তাঁদের নথি যাচাই করছে। শুধুমাত্র মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনকারী ভারতীয়দের দেশে ফেরত পাঠানো হচ্ছে।”
অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পাশাপাশি দুই ভারতীয় পড়ুয়ার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রশাসন। ভারতের বিদেশমন্ত্রক, আমেরিকায় বসবাসকারী ভারতীয় পড়ুয়াদের সেদেশের আইন মেনে চলার পরামর্শ দিয়েছে। দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “ভারত যেমন আশা করে বিদেশি নাগরিকরা এদেশের নিয়ম মেনে চলবেন, তেমন বিদেশে যাওয়া ভারতীয় পড়ুয়াদেরও সেখানকার নিয়ম মেনে চলা উচিত। কোনওরকম সমস্যা হলে কনস্যুলেট ও দূতাবাস সাহায্য করবে।”