CAA-র মাধ্যমে ঠিক কতজন নাগরিকত্ব পেলেন?’ কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

December 26, 2025 | 2 min read

Authored By:

Raj Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.০০: নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA) ইস্যুতে ফের কেন্দ্রর নরেন্দ্র মোদী সরকারকে (Modi Govt) তীব্র আক্রমণ শানাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC)। শুক্রবার দলের অফিশিয়াল X (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে বিজেপিকে (BJP) খোলা চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল জানতে চেয়েছে, CAA-র আওতায় ঠিক কতজন মানুষকে নাগরিকত্ব দেওয়া হয়েছে, তার সঠিক পরিসংখ্যান প্রকাশ্যে আনা হোক।

তৃণমূলের অভিযোগ, নাগরিকত্ব দেওয়ার নাম করে বিজেপি (BJP) সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। এদিনের পোস্টে তৃণমূল দাবি করে, “২০১৯ সাল থেকেই নাগরিকত্বের প্রতিশ্রুতিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করে দুর্বল ও অসহায় জনসমাজকে বিভ্রান্ত করা হয়েছে। এটি ছিল বিজেপির একটি প্রতারণাপূর্ণ কৌশল।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকার কড়া সমালোচনা করে জোড়াফুল শিবির জানায়, স্বরাষ্ট্র মন্ত্রক CAA-র বিধি বা নিয়ম (Rules) তৈরি করতে বছরের পর বছর সময় নষ্ট করেছে এবং বারবার মেয়াদ বৃদ্ধি করেছে। ইচ্ছাকৃতভাবে এই প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা হয়েছে বলে অভিযোগ তাদের।

তৃণমূলের তরফে আরও বলা হয়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে রাজনৈতিক ফায়দা লুটতেই ধামাচাপা পড়ে থাকা এই ইস্যুটিকে ফের খুঁচিয়ে তোলা হয়েছিল। বিজেপিকে ‘ক্ষমতালিপ্সু সুবিধাবাদী’ বলে কটাক্ষ করে তৃণমূলের দাবি, CAA কখনোই মানুষকে নাগরিকত্ব দেওয়ার জন্য ছিল না। বরং এটি ছিল মানুষের আবেগ ও আকাঙ্ক্ষা নিয়ে খেলার একটি রাজনৈতিক হাতিয়ার।

পাশাপাশি, নির্বাচন কমিশন (ECI)-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে রাজ্যের শাসক দল। তাদের অভিযোগ, কমিশনের সঙ্গে যোগসাজশ করে ‘SIR’-এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।

CAA কার্যকর হওয়ার পর কতজন মানুষ বাস্তবে উপকৃত হয়েছেন, সেই শ্বেতপত্র প্রকাশের দাবি তুলে তৃণমূলের এই টুইট জাতীয় রাজনীতিতে কেন্দ্রের ওপর নতুন করে চাপ সৃষ্টি করল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen