ট্রেনে যে কম্বলগুলো যাত্রীদের দেওয়া হয়, তা মাসে কতবার পরিষ্কার করা হয়? শুনলে চমকে উঠবেন

ট্রেনে করে কোথাও ঘুরতে যাবেন। এসি কোচের টিকিট কেটেছেন।

November 29, 2024 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ট্রেনে করে কোথাও ঘুরতে যাবেন। এসি কোচের টিকিট কেটেছেন। নিজের জন্য বরাদ্দ সিটে বসে বা শুয়ে রেলের দেওয়া কম্বল গায়ে দিতে গিয়ে দেখলেন, সেই কম্বলের গায়ে দাগ লেগে আছে! বা, কম্বলের মধ্যে থেকে দুর্গন্ধ আসছে কোনও? এমন অভিজ্ঞতা ভারতীয় রেলের এসি কোচের যাত্রীদের কাছে খুব অপরিচিত নয়। প্রায় প্রতিদিনই এই নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ জমা পড়ে ভুরি ভুরি! বারবার প্রশ্নও ওঠে যে, টিকিটের মধ্যেই যখন দাম ধরা থাকে কম্বল বা বেডশিটের, তাহলে তা কেন পরিষ্কার থাকবে না?

কংগ্রেস সাংসদ কুলদীপ ইন্দোরাও সেই প্রশ্ন তোলেন। তারই জবাব দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানালেন, ‘ট্রেনের যাত্রীদের কম্বল মাসে অন্তত একবার করে ধোয়া হয়। বেডরোল কিটে একটি অতিরিক্ত বেডশিট দেওয়া হয়ও, কুইল্ট কভার হিসাবে ব্যবহারের জন্য।’ বুধবার লোকসভায় এমনটাই জানালেন তিনি।

লোকসভায় কংগ্রেস সাংসদ কুলদীপ ইন্দোরার প্রশ্নের জবাবে অশ্বিনী বৈষ্ণব এই কথা জানান। কুলদীপ ইন্দোরা প্রশ্ন করেছিলেন, “ভারতীয় রেলের যাত্রীরা টিকিট কেটে যাত্রা করেন একটা ন্যূনতম সুরক্ষার আশা করে এবং তাঁদের কাটা টিকিটে ধরা থাকে রেলের দেওয়া কম্বল আর বেডশিটের দামও। যাত্রীদের স্বাস্থ্যের কথা কি আদৌ ভাবে রেল? যে কম্বলগুলো দেওয়া হয় যাত্রীদের, তা কতবার পরিষ্কার করা হয় মাসে”?

একটি লিখিত উত্তরের মাধ্যমে রেলমন্ত্রী জানান, “রেলের বর্তমান নীতি অনুসারে, ভারতীয় রেলে ব্যবহৃত কম্বলগুলি অনেকটাই হালকা। এগুলো ধোয়া সহজ এবং গায়ে দিয়ে রাখতে যাতে কোনও সমস্যা না হয় যাত্রীদের, সেই কথা ভেবেই এগুলো তৈরি করা হয়”। হোয়াইটো-মিটার নামের একটি বিশেষ যন্ত্রের কথাও উল্লেখ করেন রেলমন্ত্রী। তিনি জানান, চাদর-কম্বল ধোয়ার পর সেগুলি কতটা পরিষ্কার হয়েছে, তার জন্য অত্যাধুনিক যন্ত্র দিয়ে পরীক্ষা করা হয়। শুধু তাই নয়। রেলমন্ত্রীর কথায়, এখন চাদর-কম্বল আগের তুলনায় কমবার রিইউজ করা হয়। এতে সেগুলির মান ভাল থাকে। তাছাড়া পরিচ্ছন্নও থাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen