PM’s foreign trips cost: গত চার বছরে মোদীর বিদেশযাত্রায় কত খরচ হয়েছে জানেন?
২০২১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে অন্তত ৩৮টি দেশে সফর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই সব বিদেশযাত্রার হিসাব দিল কেন্দ্র।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪০: ২০২১ সাল থেকে ২০২৪ সালের মধ্যে অন্তত ৩৮টি দেশে সফর করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। তাঁর সেই সব বিদেশযাত্রার হিসাব দিল কেন্দ্র। হিসাব মিলল চলতি বছরে মোদীর আমেরিকা ও ফ্রান্স সফরে খরচেরও। যদিও এই হিসাবে চলতি ব্রিটেন ও মালদ্বীপ যাত্রার বিল ধরা হয়নি।
রাজ্যসভায় ( Rajya Sabha) সরকারপক্ষের কাছে প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফরের হিসাব জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Trinamool MP Derek O’Brien)। বৃহস্পতিবার তার জবাব দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ (Minister of State for External Affairs Kirti Vardhan Singh)। তিনি জানিয়েছেন, ২০২১-২০২৪ সালের মধ্যে মোদীর বিদেশ সফরে সব মিলিয়ে অন্তত ২৯৫ কোটি টাকা খরচ হয়েছে।
বিদেশ রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং রাজ্যসভায় আরও জানান, চলতি বছরে মোদীর তিনটি বিদেশ সফরে কানাডা (জি ৭ সম্মেলন), ব্রাজিল (ব্রিকস সম্মেলন) এবং মরিশাস সফরের বিল এখনও চূড়ান্ত হয়নি। তাই এই হিসাবে সেগুলিও অন্তর্ভুক্ত হয়নি। এ বছরেই আরও তিনটি বিদেশ সফর যেমন ফ্রান্স, আমেরিকা (ফেব্রুয়ারিতে)। এপ্রিলে থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা ও এপ্রিলের শেষে সৌদি আরবের খরচ পড়েছিল ৬৭ কোটি টাকা।
তবে ফেব্রুয়ারিতে ফ্রান্স ও আমেরিকা সফরে এ বছরে সবথেকে বেশি খরচ হয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি তাঁর ফ্রান্স সফরে সরকারি কোষাগার থেকে গিয়েছে ২৫.৫৯ কোটি টাকা। ১৩ ফেব্রুয়ারি মোদীর একদিনের আমেরিকা সফরে খরচ পড়েছে ১৬.৫৪ কোটি টাকা। তথ্য বলছে, মোদী আমেরিকা গিয়েছেন, ২০২১, ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালে। যার মিলিত খরচ পড়েছে ৭৪.৪১ কোটি টাকা।
সম্প্রতি থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে খরচ পড়েছিল ৯ কোটি টাকার কিছু বেশি। আবার সৌদি আরব সফরের একটাতেই খরচ হয়েছে ১৫.৫৪ কোটি টাকা। যদিও ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হানার কারণে প্রধানমন্ত্রী সফর কাটছাঁট করে জেড্ডা না গিয়ে ফিরে আসেন।