কত সম্পত্তির মালিক বর্ষীয়ান রাজনীতিবিদ সৌগত রায়?

সৌগত রায় ইতিমধ্যেই মনোনয়ন পেশ করেছেন।

May 14, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
কত সম্পত্তির মালিক বর্ষীয়ান রাজনীতিবিদ সৌগত রায়?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দমদম থেকে তৃণমূল প্রার্থী করেছে সৌগত রায়কে। কত সম্পত্তির মালিক এই প্রবীণ নেতা?

সৌগত রায় ইতিমধ্যেই মনোনয়ন পেশ করেছেন। হলফনামার তথ্য বলছে, মনোনয়ন পেশের সময় সৌগতর হাতে ছিল নগদ ২০ হাজার টাকা। সৌগত রায়ের স্টেট ব্যাঙ্ক হাই কোর্ট এসপিবি ব্রাঞ্চে জমা রয়েছে ১ লক্ষ ৯ হাজার ৫২৬ টাকা। পার্লামেন্ট হাউস ব্রাঞ্চে রয়েছে ৩৫ লক্ষ ২২ হাজার ৬৬ টাকা। এসবিআইয়ের আরেকটি অ্যাকাউন্টে রয়েছে ১৭ লক্ষ ২৩ হাজার টাকা। এছাড়াও ৩ টি অ্যাকাউন্ট মিলিয়ে রয়েছে ২ লক্ষের বেশি টাকা। ব্যাঙ্ক অব বরোদায় রয়েছে ৪৬ লক্ষ ৮৮ হাজার ৩৫৭ টাকা। সেন্ট্রাল ব্যাঙ্কে রয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৮৭৩ টাকা।

তাঁর ফিক্সড ডিপোজিট রয়েছে, এসবিআই (হাই কোর্ট এসপিবি ব্রাঞ্চ)- ১৯ লক্ষ ৪১ হাজার ৭১৫ এসবিআই, (পার্লামেন্ট ব্রাঞ্চ)-৫৯ লক্ষ ১৮ হাজার ৭০১, ব্যাঙ্ক অব বরোদা (ভবানীপুর ব্রাঞ্চ)-৭১ লক্ষ ৫৮ হাজার ৯২৪, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া (ভবানীপুর ব্রাঞ্চ) – ২৯ লক্ষ ১২ হাজার ৫৭২, এসবিআই (লেক গার্ডেন্স)- ৪৮ লক্ষ ৭৩ হাজার ৮০২, এসবিআই (মতিলাল কলোনি)- ১৭ লক্ষ ৫২ হাজার ৯৭৩, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (বালিগঞ্জ)- ৫০ হাজার, এসবিআই(মিউচুয়াল ফান্ড)-৫ লক্ষ।

মোট তিনটি গাড়ি রয়েছে সৌগত রায়ের, যার মোট মূল্য ১৭ লক্ষের বেশি। একটি ফ্ল্যাট রয়েছে যার মূল্য ১৫ লক্ষ টাকা। তাঁর স্ত্রীর নামে একটি দোকানঘর রয়েছে, যার বাজারমূল্য ২৫ লক্ষ টাকা। এছাড়া স্ত্রীর নামে রয়েছে ৭০ লক্ষের একটি ফ্ল্যাট।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen