ক্রিসমাস, নিউ ইয়ারে শহর থেকে জরিমানা বাবদ কত আয় হল পুরসভার?

বড়দিন থেকে ইংরেজি নয়া বছর, শহরজুড়ে শীতকালীন উৎসবের মরশুম চলছে। এই সময়টাতে বিভিন্ন ক্লাব, হোটেল, পানশালা, রেস্তরাঁয় নানান ধরনের অনুষ্ঠান লেগে থাকে। পার্টি, দেদার খানাপিনা চলতে থাকে। একাধিক পার্টিতে হানা দিয়ে বিনোদন কর ফাঁকি দেওয়ার অভিযোগে মোটা অঙ্কের জরিমানা আদায় করল কলকাতা পুরসভা। জানা গিয়েছে, সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে পুরসভা।

January 6, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বড়দিন থেকে ইংরেজি নয়া বছর, শহরজুড়ে শীতকালীন উৎসবের মরশুম চলছে। এই সময়টাতে বিভিন্ন ক্লাব, হোটেল, পানশালা, রেস্তরাঁয় নানান ধরনের অনুষ্ঠান লেগে থাকে। পার্টি, দেদার খানাপিনা চলতে থাকে। একাধিক পার্টিতে হানা দিয়ে বিনোদন কর ফাঁকি দেওয়ার অভিযোগে মোটা অঙ্কের জরিমানা আদায় করল কলকাতা পুরসভা। জানা গিয়েছে, সব মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে পুরসভা।

বিশেষ দিনগুলিতে কোনও অনুষ্ঠান করতে হলে পুরসভার থেকে অনুমোদন নেওয়াই নিয়ম। নিয়ম মানা হচ্ছে কিনা খতিয়ে দেখতে, গত বছরের ২৩ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩ জানুয়ারি পর্যন্ত শহরের বিভিন্ন হোটেল, রেস্তরাঁ, পানশালা, অভিজাত ক্লাবে রাত্রিকালীন অভিযান চালানো হয়েছিল। অনুমতি না-নিয়ে কোনও ইভেন্ট বা অনুমোদন ছাড়া অনুষ্ঠান আয়োজনের অভিযোগে মোটা টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন প্রদর্শনী, মেলা প্রাঙ্গণেও হানা দেয় পুরসভা। বিভিন্ন এলাকায় অভিযানের জন্য চারটি দল তৈরি করা হয়েছিল।

বছরের বিশেষ দিনে স্পেশাল ইভেন্টের আয়োজন করতে হলে পুরসভা থেকে অনুমোদন নিতে হয়।
বিনোদন কর দিতে হয়। অনেকে অনুমতি নেয় না। কেউ কেউ অনুমোদনের বাইরে গিয়ে ইভেন্টের আয়োজন করে। বিনোদন কর ফাঁকি দেওয়া হচ্ছে কি না, তা দেখতে রাত্রিকালীন অভিযানে নেমেছিল পুরসভা। মধ্যরাতের পরও যদি অনুষ্ঠান চলে, তবে কর দ্বিগুণ হয়। এসব নিয়ম মানা হচ্ছে কি না, ঘুরে ঘুরে তা দেখা হয়েছে। সন্ধ্যে ৬টার পর অভিযান চালানো হয়েছে। পার্ক স্ট্রিট, চাঁদনি চক, সেন্ট্রাল অ্যাভিনিউ ও ইএম বাইপাস সংলগ্ন বিভিন্ন ক্লাব, হোটেল, পানশালায় অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ইতিমধ্যেই ৬ লক্ষ টাকার বেশি টাকা কোষাগারে জমা পড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen