বন্দুকের লাইসেন্স কীভাবে পাবেন? জেনে নিন বিস্তারিত
কারা পেতে পারেন এই লাইসেন্স?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আপনি বন্দুকের মালিক হওয়ার কথা ভাবছেন, তাহলে এখানে জেনে নিন এর প্রক্রিয়া কী। ভারতে বন্দুক রাখা এত সহজ নয়, এর জন্য সব ধরনের যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। এর জন্য আপনার একটি লাইসেন্স দরকার যা পাওয়া এত সহজ নয়। এখানে জেনে নিন এর সম্পূর্ণ প্রক্রিয়াটি কী।
কারা পেতে পারেন এই লাইসেন্স? ১৯৫৯ সালের আর্ম অ্যাক্ট অনুযায়ী, বন্দুকের লাইসেন্স দেওয়া হয় আত্মরক্ষার জন্য। প্রথমত আবেদনকারীকে ২১ বছরের উর্ধ্বে হতে হবে। তাঁকে অবশ্যই এ দেশের নাগরিক হতে হবে। তাঁর বিরুদ্ধে কোনও অপরাধের পুলিশ রেকর্ড থাকলে হবে না। এ ছাড়াও তাঁকে মানসিক এবং শারীরীক ভাবে সুস্থ হতে হবে। আবেদনের সঙ্গে জানাতে হবে, কেন তাঁর জীবনের ঝুঁকি রয়েছে।
কারা লাইসেন্স পাওয়ার জন্য অযোগ্য? অনেক ক্ষেত্রেই বন্দুকের লাইসেন্স দেওয়া হয় না। উদাহরণ হিসেবে বলা যায়, ২১ বছরের নীচে হলে লাইসেন্স পাওয়ার অযোগ্য। জেলখাটা কোনও আসামী, মানিসক ভারসাম্যহীন কিংবা এমন কোনও ব্যক্তি যিনি স্পর্শকাতর এলাকায় থাকেন।
লাইসেন্স পাওয়ার পর সেই অস্ত্রও কিনতে হবে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে। কেনার পর সেটির সমস্ত তথ্য লোকাল থানায় দিতে হবে। নিয়মিত ভাবেই সেই অস্ত্র সম্পর্কে পুলিশকে জানাতে হবে।
লাইসেন্সটি ইস্যুকারী রাজ্য সরকারের স্বরাষ্ট্র বিভাগ/মন্ত্রককে দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যে, ডিএম, জেলা কালেক্টর, কমিশনার বা এই পদমর্যাদার যে কোনও আধিকারিক লাইসেন্স জারি করতে পারেন। এ ছাড়া থানা ও স্থানীয় প্রশাসনও এক্ষেত্রে ভূমিকা রাখে। এর জন্য আপনাকে একটি করে ফর্ম পূরণ করতে হবে। এর জন্য, আপনি কেন অস্ত্র চান, আপনি কী ধরনের অস্ত্র চান – এর মধ্যে পিস্তল, রিভলভার বা রাইফেল, ডাবল ব্যারেলের মতো বড় বন্দুকের মতো ছোট অস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।
এর জন্য প্রথমে আপনাকে অস্ত্র লাইসেন্সের আবেদনপত্র পূরণ করতে হবে। আপনি আপনার রাজ্য পুলিশ বিভাগের ওয়েবসাইট https://ndal-alis.gov.in/armslicence/ থেকে এই ফর্মটি ডাউনলোড করতে পারেন । আবেদনে, আপনাকে আপনার ব্যক্তিগত বিবরণ, শিক্ষা, আয়ের উত্স এবং আপনি যে অস্ত্র কিনতে চান সে সম্পর্কে তথ্য পূরণ করতে হবে। ফি পরিশোধের পর আবেদনপত্র জমা দিতে হবে।