কিভাবে বাঁচাবেন ইলেকট্রিক বিল?

June 4, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বাড়ছে গরম, পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে বিদ্যুতের বিল। কোন পথে গেলে, কী করলে বিদ্যুতের বিল কম হবে একটু? কিভাবে বাঁচানো যাবে কষ্টের পয়সা, ভেবে কূলকিনারা পাচ্ছেন না?

আসুন জেনে নেওয়া যাক, এমন কিছু পথের হদিশ যা কমাবে বিদ্যুতের বিল।

প্রয়োজন না থাকলে বন্ধ করে দিতে হবে আলো-পাখা।

যেখানে যেখানে সম্ভব ইনফ্রারেড সেন্সর, মেশিনসেন্সর, অটোমেটিক টাইমার, ডিমার, সোলার সেল ইত্যাদি অটোমেটিক ডিভাইস ব্যবহার করা যেতে পারে। এগুলি প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সামগ্রী ও সার্কিট সুইচ অন অফ করতে সাহায্য করবে।

বই পড়ার সময় গোটা রুম আলো না জ্বালিয়ে রেখে, শুধুমাত্র রিডিং ল্যাম্প ব্যবহার করলে কমবে বিদ্যুতের বিল।

প্রায় ৫০% বিদ্যুতের আলো শুষে নিতে পারে বাল্ব বা টিউবলাইটের উপর জমে থাকা ধুলো ময়লা। এর ফলে ঘর আলো করতে বিদ্যুত্ খরচ হয় বেশি। তাই নিয়মিত পরিষ্কার রাখুন সেগুলি।

সাধারণ বাল্বের থেকে ফ্লুরোসেন্ট টিউব লাইট এবং এলইডি পাঁচ গুণ বেশি আলোক প্রতিফলনে কার্যকরী এবং এই একই আলোক মাত্রায় ৭০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে।

গরম থেকে বাঁচতে এসির পরিবর্তে ভরসা থাক সিলিং ও টেবিল ফ্যানে। কারণ যেখানে ১ ঘণ্টা ফ্যান চললে ৩০ পয়সা খরচা, সেখানে স্ট্যান্ডার্ড এসির প্রতি ঘণ্টায় খরচা ১০টাকা।

বাড়ির চারপাশের গাছপালা পরিবেশকে রাখবে শীতল। ফলে ঘর ঠান্ডা করতে এসির প্রয়োজন হবে কম।

চেষ্টা করুন BEE 5 Star যুক্ত এয়ার কন্ডিশন কিনতে। সেট করুন টাইমার। পারলে প্রতি মাসে পরিষ্কার করুন এয়ার কন্ডিশন।

খেয়াল রাখুন ফ্রিজের উপর সরাসরি সূর্যের আলো যাতে না পরে, রান্নাঘরে ফ্রিজ রাখবেন না। এর ফলে ফ্রিজের বাড়তি বিদ্যুৎ খরচ সাশ্রয় হবে। ফ্রিজের দরজা বন্ধ করার পর।

চেষ্টা করুন BEE 5 STAR রেটিংয়ের ফ্রিজ কিনতে।

প্রয়োজন না থাকলে ফ্রিজ খোলা বন্ধ করবেন না।

বিদ্যুৎ বাঁচাতে গরম খাবার রুম টেম্পারেচারে এনে ফ্রিজে ঢোকান।

ফ্রিজের দরজার রাবার টিউব পরিষ্কার ও টাইট রয়েছে কিনা দেখে নিন। যদি না থাকে অবিলম্বে সারিয়ে নিন, বিদ্যুৎ বিল বেশি আসার এটাও একটা বড় কারন।

24 ঘণ্টা চলছে এমন কম্পিউটার যে কোনও ফ্রিজের থেকে বেশি বিদ্যুৎ খরচ করতে পারে। স্লিপ মোডে রাখলে প্রায় 40% বিদ্যুত্ সাশ্রয় করতে পারবেন।

মোবাইল ফোন, ল্যাপটপ ফুল চার্জ হয়ে গেলে প্লাগ পয়েন্ট থেকে খুলে রাখুন।

এই নিয়মগুলো মেনে চলতে পারলে গরম বাড়লেও, বাড়বে না বিদ্যুতের বিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen