শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া ব্রিজ, গাড়ি চলাচল কোন পথে, জেনে নিন

পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১১টার আগেই হাওড়া থেকে কলকাতাগামী যানবাহনকে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে

November 16, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হাওড়া ব্রিজে আরও একবার যান চলাচল বন্ধ হচ্ছে বেশ কিছুটা সময়ের জন্য। কলকাতা বন্দর কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার অর্থাৎ ১৬ নভেম্বর, রাত ১১.৩০ মিনিট থেকে রবিবার, ১৭ নভেম্বর ভোরবেলা সাড়ে ৪ টে পর্যন্ত বন্ধ থাকবে ব্রিজে যান চলাচল। ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য এই যান চলাচল বন্ধ থাকবে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১১টার আগেই হাওড়া থেকে কলকাতাগামী যানবাহনকে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। আরবি সেতু, বার্ন স্ট্যান্ডার্ড মোড়, ফোরশোর রোড, শিবপুর কাজিপাড়া হয়ে গাড়িগুলিকে ঘুরে যেতে হবে। পাশাপাশি পশ্চিম ও দক্ষিণ হাওড়া থেকে আসা উত্তর কলকাতাগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু বা বালি ব্রিজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এই রুটের গাড়ি এইচআইটি ব্রিজ, গোলাবাড়ি থানা ক্রসিং, জিটি রোড, ডবসন রোড হয়ে চলাচল করবে। রবিবার ভোর থেকে ফের স্বাভাবিক হবে যান চলাচল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen