ফের রেল দুর্ঘটনা, হাওড়া-মুম্বই মেল লাইলচ্যুত, মৃত ২, আহত ২০

July 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার চক্রধরপুরে লাইনচ্যুত হল হাওড়া-মুম্বই মেলের একাধিক বগি। একাধিক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আজ ভোররাতে (রাত ৩ টে ৪৫ মিনিট নাগাদ) ঝাড়খণ্ডের চক্রধরপুরের রাজখরসাওয়ান এবং বরাবাম্বুর মধ্যে লাইনচ্যুত হয় ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এক্সপ্রেস। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ১৮টি কামরা লাইনচ্যুত হয়েছে।

পিটিআই সূত্রে খবর, দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে দু’জনের, আহত হয়েছেন কমপক্ষে ২০ জন যাত্রী। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেলের তরফে ইতিমধ্যেই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ।

যে ১৮টি কামরা বেলাইন হয়েছে, তার মধ্যে ১৬টিই যাত্রিবাহী কামরা। বাকি দু’টির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি প্যান্ট্রি কার। দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে রেলের এক পদস্থ কর্তা জানিয়েছেন, যে জায়গায় মুম্বইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, তার কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়েছে। তবে এই দু’টি দুর্ঘটনার সঙ্গে কোনও যোগ রয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen