জাপানের মিয়াওয়াকি জঙ্গলের মতো হাওড়াতে তৈরি হয়েছে অরণ্য

শ্যামপুর ১ নম্বর ব্লকের কমলপুর গ্রাম পঞ্চায়েতে কয়েক বিঘা জমির ওপর তৈরি করা অরণ্যে প্রবেশ করলে সত্যি অবাক হয়ে যেতে হয়

June 13, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
হাওড়াতে তৈরি হয়েছে অরণ্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও দূষণ রুখতে জাপানের মিয়াওয়াকি জঙ্গলের মতো এবার হাওড়াতে তৈরি হয়েছে অরণ্য। হাওড়া শহর ছাড়িয়ে মফস্বল থেকে গ্রামেও বেড়ে চলেছে কংক্রিটের জঙ্গল। কেটে ফেলা হচ্ছে গাছ। চারদিকে শুধু ইটের জঙ্গল৷ যত্রতত্র নির্মাণ করা হচ্ছে৷ এমনকী পুকুর, ডোবা মাটি ফেলে বুজিয়ে দিয়ে সেখানেও তৈরি হচ্ছে বেআইনি নির্মাণ৷ এতে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। তাই পরিবেশ বাঁচাতে জাপানের মিয়াওয়াকি ফরেস্টের মতো অরণ্য তৈরি করেছে হাওড়া জেলা পরিষদ। শ্যামপুর ১ নম্বর ব্লকের কমলপুর গ্রাম পঞ্চায়েতে কয়েক বিঘা জমির ওপর তৈরি করা অরণ্যে প্রবেশ করলে সত্যি অবাক হয়ে যেতে হয়। মনে হবে অনেক দূরে কোথাও জঙ্গলে চলে এসেছি। বিভিন্ন গাছ গাছালিতে ভরা ঘন জঙ্গল। বিভিন্ন পাখি ও প্রজাপতি দেখতে পাওয়া যাবে এখানে।

জাপানের বোটানিক আকিরা মিয়াওয়াকি সেদেশের পরিবেশে ভারসাম্য বজায় রাখতে অরণ্য তৈরি করার পরিকল্পনা করেন। জনসংখ্যা বাড়তে থাকায় প্রচুর বাড়িঘর তৈরি হয়। বহু কলকারখানা তৈরি হয়। ফলে পরিবেশ বাঁচাতে ছোট জায়গায় অরণ্য তৈরির পরিকল্পনা করেন মিওয়াকি। যা খুবই সফল হয়। আমাদের দেশেও এই পদ্ধতিতে অরণ্য তৈরি হয়েছে বিভিন্ন রাজ্যে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen