ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হৃতিক রোশন, জানেন পাত্রী কে?

প্রথম স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই থাকতেন হৃতিক। প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে, বলিউডের তাবড় সব অভিনেত্রীর সঙ্গে।

March 3, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীর্ঘদিন ধরে হৃতিক রোশন ও সাবা আজাদের সম্পর্ক নিয়ে চলছিল চর্চা। মাঝেমধ্যেই তাঁদের একসঙ্গে দেখা যেত। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার তাঁরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। প্রকাশ্যে এল বিয়ের দিনক্ষণ। শোনা যাচ্ছে ২০২৩-এর নভেম্বর মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা।

১২ বছরের ছোট সাবার সঙ্গে টুইটারে আলাপ হৃতিকের। সেখান থেকেই কথাবার্তা, প্রেম। প্রথম স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই থাকতেন হৃতিক। প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে, বলিউডের তাবড় সব অভিনেত্রীর সঙ্গে। শেষ পর্যন্ত গাঁটছড়া বাঁধতে চলেছেন সাবা আজাদের সঙ্গে। অভিনেতা দুই ছেলের সঙ্গে ভাল ভাব সাবার।

সম্প্রতি বিমানবন্দরে অন্তরঙ্গ মুহূর্তে ধরা দিলেন জুটি। সাবা ছিলেন গাড়ির ভিতরে। হৃতিকের একক সফর, কাজেই যাচ্ছেন কোথাও। গাড়ি থেকে নামার আগে সাবার ঠোঁটে এঁকে দিলেন উষ্ণ চুম্বন। চোখ বুজে এল যুগলের। তত ক্ষণে অবশ্য আলোকচিত্রীদের লেন্সবন্দি তাঁরা। বুঝতে লাজুক হাসি দেন অভিনেতাও।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen