তমলুকে অভিষেকের রোড শো’য়ে ব্যাপক জনজোয়ার

অভিষেকের রোড শোয়ে তৃণমূলের কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কার্যত জনজোয়ারের রূপ নেয় তা। দলের যুব নেতার রোড শোয়ে বিশাল এই ভিড় দেখে ভোটের মুখে যথেষ্ট উচ্ছ্বসিত শাসক শিবির।

March 22, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ, সোমবার সপ্তাহের প্রথম দিনেই অধিকারী গড় পূর্ব মেদিনীপুরে গিয়ে প্রচারে ঝড় তুললেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে হেলিকপ্টারে করে মহিষাদলের রাজ ময়দানে নামেন তিনি। সেখানে মহিষাদল কেন্দ্রের তৃণমূল প্রার্থী তিলক চক্রবর্তীর সমর্থনে সভা করেই তমলুকে (Tamluk) চলে আসেন অভিষেক। এরপর তমলুক শহর জুড়ে ‘দিদির দূত’ লেখা গাড়িতে চেপে রোড শো করেন তিনি।

প্রসঙ্গত, একুশের ভোটে সকলেরই নজর পূর্ব মেদিনীপুরে। কারণ এই জেলার নন্দীগ্রাম থেকেই এবার প্রার্থী হয়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তিনি। ফলে শুরু থেকেই এই জেলায় নির্বাচনী প্রচারে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। এদিন তমলুকের তৃণমূল প্রার্থী সৌমেন মহাপাত্রের সমর্থনে এদিন রোড শো করেন অভিষেক।

তমলুক হাসপাতাল মোড় থেকে শুরু হয় রোড শো। বর্গভীমা মন্জদির, কোর্ট পাড়া হয়ে মানিকতলায় শেষ হয় রোড শো। অভিষেকের রোড শোয়ে তৃণমূলের কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কার্যত জনজোয়ারের রূপ নেয় তা। দলের যুব নেতার রোড শোয়ে বিশাল এই ভিড় দেখে ভোটের মুখে যথেষ্ট উচ্ছ্বসিত শাসক শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen