করিমপুরে মহুয়ার মিছিলে জনজোয়ার

মিছিল শেষে করিমপুর পুরনো বাসস্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা হয়। মহুয়া ছাড়াও করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, ব্লক তৃণমূল সভাপতি তরুণকুমার সাহা উপস্থিত ছিলেন।

February 19, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi

মিছিল ও প্রতিবাদ সভার মধ্যে দিয়ে করিমপুরে (Karimpur) ভোটের দামামা বাজিয়ে দিলেন নদীয়া জেলা তৃণমূলের সভানেত্রী তথা কৃষ্ণনগরের সংসদ সদস্য মহুয়া মৈত্র। বৃহস্পতিবার দুপুরে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ও কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। মিছিল করিমপুর-১ ব্লকের গোপালপুর ঘাট থেকে শুরু হয়। মিছিল প্রায় ১৫কিলোমিটার পথ অতিক্রম করে করিমপুরের নতিডাঙা মোড়ে এসে শেষ হয়। মিছিলে প্রচুর বাইক, টোটো, অটো ও ট্রাক্টর ছিল। মিছিল শেষে করিমপুর পুরনো বাসস্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা হয়। মহুয়া ছাড়াও করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায়, ব্লক তৃণমূল সভাপতি তরুণকুমার সাহা উপস্থিত ছিলেন।

এদিন মিছিল দেখতে রাস্তার দু’পাশে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা বহু মানুষ ফুল ছিটিয়ে ও শঙ্খধ্বনি দিয়ে স্বাগত জানান। কৃষি বিল (Farm Bill) নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করেন মহুয়া। তিনি বলেন, ওরা যে কৃষি বিল এনেছে তাতে দেশের কৃষকদের সর্বনাশ হবে। সেইজন্য কৃষকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। কেন্দ্রীয় সরকারকে এই বিল বাতিল করতেই হবে। আমরা এই বিলের কুফল মানুষের কাছে তুলে ধরব। এই সরকারের আমলে জ্বালানির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। অথচ প্রধানমন্ত্রী এর জন্য দোষ চাপাচ্ছেন আগের সরকারের উপর।

মহুয়া (Mahua Moitra) আরও বলেন, এদিনের মিছিল ব্লকে এর আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। মিছিলের সমস্ত কৃতিত্ব বুথ কর্মীদের, তাই তাঁদের ধন্যবাদ জানান মহুয়া। তিনি আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই নির্বাচন ঘোষণা হবে। করিমপুর আসনটি আমাদের জেতা আসন, নদীয়া জেলায় এটা আমাদের ঘাঁটি। এই আসনে শুধু জিতলেই হবে না, এবার রেকর্ড মার্জিনে জিততে হবে। আজকের মিছিলে মানুষের স্রোত ও উৎসাহ যা দেখলাম তাতে বলতে দ্বিধা নেই, করিমপুরে ভোটের ঘণ্টা বেজে গেল। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, মিছিলে যে তাল উঠেছে, আগামী দু’মাস যেন না কাটে। এই তালে যেন আমরা মেতে থাকি, আর মানুষকেও মাতিয়ে রাখি। আমরা মানুষের জন্য যে কাজ করেছি তা মানুষকে মনে করিয়ে দেব এবং আগামী দিনে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেব।

উল্লেখ্য, ২০১১সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ঝড়েও করিমপুরে বামেরা তাদের দুর্গ অক্ষত রেখেছিল। সেবার করিমপুরে তৃণমূল (Trinamool) প্রার্থী রমেন্দ্রনাথ সরকারকে ৩০হাজারের বেশি ভোটে হারিয়ে জয়লাভ করেন সিপিএম প্রার্থী সমর ঘোষ। ২০১৬সালের বিধানসভা নির্বাচনে মহুয়া মৈত্রকে করিমপুরের প্রার্থী করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত মহুয়ার সাংগঠনিক ক্ষমতা ও পরিশ্রমের জেরে দীর্ঘদিন পর করিমপুর আসনটি তৃণমূলের দখলে আসে। প্রায় ১৬হাজার ভোটে জয়ী হন মহুয়া। এরপর একের পর এক উন্নয়নমূলক কাজের মাধ্যমে করিমপুরবাসীর মন জয় করেন তিনি। কিন্তু গত লোকসভা নির্বাচনে জিতে মহুয়া কৃষ্ণনগরের সংসদ সদস্য হওয়ায় করিমপুরে উপনির্বাচন হয়। মূলত মহুয়ার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মজবুত সংগঠনের জেরে উপনির্বাচনে ওই কেন্দ্রে ২৪ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়। আগামী বিধানসভা ভোটে মূলত উন্নয়নের উপর ভরসা করেই করিমপুরের আসনটি দখল রাখার ব্যাপারে আশাবাদী তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen