বাংলায় ৮২০০ কোটি টাকার বিনিয়োগে বিপুল কর্মসংস্থান! নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বাঙালি শিল্পপতির

November 19, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩৩: বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজ (USEL) বাংলায় বিপুল বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। চত্বরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বিশেষ বৈঠক করেন প্রসূন। আলোচনায় রাজ্যের বর্তমান ও আসন্ন বিনিয়োগ পরিকল্পনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিস্তারিত বক্তব্য রাখেন তিনি। সংস্থার তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই ৮২০০ কোটি টাকারও বেশি (প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ হয়েছে ও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ইউনিভার্সাল সাকসেস। ইতিমধ্যে রাজ্যে ৫০ হাজারেরও বেশি কর্মসংস্থান তৈরি করেছে সংস্থাটি।

ইউএসইএলের কার্যক্রম শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ নয়, সিঙ্গাপুর-সহ ভারত ও বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই কাজ করে আসছে সংস্থাটি। বর্তমানে কলকাতা-সহ ভারতের বিভিন্ন প্রান্তে ব্যবসা সম্প্রসারণের চেষ্টায় রয়েছে তারা। মোট ৩২ হাজার আন্তর্জাতিক কোম্পানির প্রতিনিধিত্ব করে ইউএসইএল। সম্প্রতি বেঙ্গালুরুতে সংস্থার প্রথম অফিস চালু হয়েছে। একইসঙ্গে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে কেন্দ্রীয় স্তরে ব্যবসা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহায়তার অনুরোধ জানান প্রসূন মুখোপাধ্যায় (Prasun Mukharjee)।

সংস্থার ডিরেক্টর প্রসূন মুখোপাধ্যায়ের মতে, “আমি একজন বাঙালি হিসেবে চাই, বাংলাই হয়ে উঠুক বিদেশি বিনিয়োগের বড় গন্তব্য। একইসঙ্গে, এখানকার কোম্পানিগুলির যাতে আন্তর্জাতিক অংশীদারিত্ব হয় সে লক্ষ্যেও কাজ করছি।”

গত দুই দশকেরও বেশি সময় ধরে, রাজ্যে লজিস্টিক পার্ক, আবাসিক উন্নয়ন, তথ্যপ্রযুক্তি পার্কসহ নানা বৃহৎ পরিসরের প্রকল্প নিয়ে কাজ করছে ইউনিভার্সাল সাকসেস। বিনিয়োগ, কর্মসংস্থান ও উন্নয়নের নিরিখে সংস্থাটির উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে।

পশ্চিমবঙ্গে ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজের বিনিয়োগ প্রকল্পগুলির মধ্যে রয়েছে উলুবেড়িয়ার লজিস্টিক পার্ক, যেখানে প্রায় ১৫,০০০ কর্মসংস্থান তৈরি হবে এবং বিনিয়োগের পরিমাণ ৭০০ কোটি টাকা। হাওড়ার কোনা লজিস্টিক পার্কে ৫,০০০ কর্মসংস্থান সৃষ্টি হবে, বিনিয়োগ ২০০ কোটি টাকা। কলকাতা পশ্চিম ইন্টারন্যাশনাল সিটিতে ২,৫০০ জনের কর্মসংস্থান হবে, বিনিয়োগ ১,২০০ কোটি টাকা। বিএসভি ডেটা সেন্টারে ১৫০ জনের কর্মসংস্থান তৈরি হবে, বিনিয়োগ ১,৬০০ কোটি টাকা। আবাসিক উন্নয়ন প্রকল্পে ৩,০০০ জনের কর্মসংস্থান হবে, বিনিয়োগ ২,০০০ কোটি টাকা। ইনফোস্পেস আইটি পার্কে সর্বাধিক ২৫,০০০ কর্মসংস্থান তৈরি হবে, বিনিয়োগ ২,৫০০ কোটি টাকা। সব মিলিয়ে মোট কর্মসংস্থান দাঁড়াচ্ছে ৫০,৬৫০ জন এবং বিনিয়োগের পরিমাণ ৮,২০০ কোটি টাকা।

বর্তমানে বাংলা, অসম এবং উত্তরপ্রদেশে নতুন লজিস্টিক পার্ক গড়ে তোলার কাজ চলছে। বাংলার পাশাপাশি গুজরাটেই ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ পার্ক এবং বাংলায় ডেটা সেন্টার স্থাপনেরও উদ্যোগ নিয়েছেন প্রসূন মুখোপাধ্যায় ও তাঁর সংস্থা। এর পাশাপাশি অন্যান্য প্রকল্পগুলিও চালু রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen