মোদির ভাষণে আবার ডিজলাইকের বন্যা

এত ডিজলাইক পড়েছিল যে ভারতীয় জনতা পার্টির ইউটিউব চ্যানেলে লাইক-ডিজলাইকের সংখ্যা হাইড করে দেওয়া হয়। কমেন্টেও স্লেশাত্মক ও ব্যাঙ্গাত্মক মন্তব্যের ছড়াছড়ি।

October 20, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা কালে জাতির উদ্দেশে সপ্তম ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বক্তব্যের শুরুতেই উৎসবের মরশুমে সতর্ক থাকার কথা মনে করিয়ে দেন তিনি। আনলক প্রক্রিয়া চালু হলেও ভাইরাস চলে যায়নি বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী।

কিন্তু ওনার ভাষণ চলাকালীনই ডিজলাইকের বন্যা বয়ে যায় ইউটিউবে। এত ডিজলাইক পড়েছিল যে ভারতীয় জনতা পার্টির ইউটিউব চ্যানেলে লাইক-ডিজলাইকের সংখ্যা হাইড করে দেওয়া হয়। কমেন্টেও স্লেশাত্মক ও ব্যাঙ্গাত্মক মন্তব্যের ছড়াছড়ি।

এদিন, নিজের ভাষণে চিকিৎসক ও অন্য করোনা যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “এটা মনে করলে ভুল হবে যে করোনা চলে গিয়েছে। বেশ কয়েকটি ভিডিওতে দেখা যাচ্ছে অনেকেই মাস্ক ছাড়া বাইরে যাচ্ছেন। নিজের সুরক্ষায় গাফিলতি করছেন। যাঁরা এমন করছেন তাঁরা এটা মনে রাখুন আপনারা বাড়ির শিশু ও বয়স্কদের বিপদে ফেলছেন। আমরা দেখেছি আমেরিকা ও অন্য দেশে করোনা কমে গিয়ে ফের সংক্রমণ বেড়ে গিয়েছে। ফলে গাফিলতির পরিণাম মারাত্মক হতে পারে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen