BJP Scam: কেরলে বিশাল নিয়োগ কেলেঙ্কারি, বিজেপি নেতার নাম জড়াল কোটি টাকার প্রতারণায়

November 9, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.৪০: কেরলে এক বিরাট নিয়োগ কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে, যেখানে বিজেপি-পরিচালিত প্রতারক চক্র সরকারি সংস্থা পাবলিক সার্ভিস কমিশন (PSC) এবং কেন্দ্রীয় প্রতিষ্ঠান শ্রীচিত্রা ইনস্টিটিউটের নাম ব্যবহার করে চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। এই প্রতারণা চক্র মূলত তিরুবনন্তপুরমের পিএসসি অফিসের আশপাশে সক্রিয় ছিল বলে জানা যাচ্ছে। চিকিৎসক, নার্স থেকে শিক্ষক, অনেক পেশার প্রার্থীই এই চক্রের ফাঁদে পড়েছেন।

তদন্তে উঠে এসেছে, এই সংঘবদ্ধ চক্র ভুয়ো নিয়োগপত্র তৈরি করে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের কাছ থেকে লক্ষ-লক্ষ টাকা নিয়েছে। অনেকেই প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারেন, যখন তারা ১২ সেপ্টেম্বর শ্রীচিত্রা ইনস্টিটিউটে যোগ দিতে গেলে সেখানে কেউ তাঁদের নামই খুঁজে পাননি।

এই কেলেঙ্কারি ফাঁস হয় ইডুক্কির এলাপ্পারা এলাকার এক পরিবারের অভিযোগের পর। তাঁরা জানিয়েছেন, তাঁদের ছেলে ও জামাইকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ টাকা নেওয়া হয়েছে। একই দিনে প্রায় ৫০ জন প্রার্থী শ্রীচিত্রা অফিসে হাজির হন ভুয়ো পিএসসি নিয়োগপত্র হাতে নিয়ে।

ভাগামনের এক বাসিন্দা অভিযোগ করেছেন, মেয়ের শিক্ষকতার চাকরি নিশ্চিত করতে তিনি নিজের বাড়ি বিক্রি করে পুরো টাকাই দিয়েছিলেন। অভিযোগে নাম রয়েছে বিজেপি নেতা বেনি পেরুভানথানামের। বিজেপি নেতার সঙ্গে রাজেশ, ফয়সাল ও অগাস্টিন নামে আরও তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, টাকার অর্ধেক লেনদেন হয়েছিল রাজেশের নেমমের বাড়িতে, যা এখন বন্ধ রয়েছে। অভিযুক্তদের মোবাইল ফোনও দীর্ঘদিন ধরে বন্ধ।

অভিযোগে বলা হয়েছে, প্রথম দফায় টাকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিজেপি নেতা বেনি পেরুভানথানাম নিজেও। তবে এই গুরুতর অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি তিনি। বিজেপির সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম এই প্রতারণায় উঠে আসায় রাজ্যজুড়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, জনগণের কর্মসংস্থানের আশাকে বিজেপি কি এবার প্রতারণার হাতিয়ার বানিয়েছে?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen