পাশে দাঁড়ালেন অগুন্তি মানুষ, ১৬ কোটি টাকার ইঞ্জেকশন দিয়ে ছেলেকে বাঁচালেন এই দম্পতি

আয়াংশকে হায়দরাবাদের সেকেন্দ্রাবাদের রেনবো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ইঞ্জেকশন দেওয়া হয় তাকে। এখন আগের থেকে অনেকটাই সুস্থ আয়াংশ।

June 13, 2021 | 2 min read
Published by: Drishti Bhongi
আয়াংশ গুপ্তা

মাসকুলার এট্রোফি নামের বিরল রোগে আক্রান্ত আয়াংশ গুপ্তাকে ১৬ কোটি টাকা দামের ইঞ্জকশন দিয়ে প্রাণে বাঁচাল তার বাবা-মা। ঘটনা হায়দরাবাদের। 

আয়াংশ গুপ্তা

আয়াংশকে হায়দরাবাদের সেকেন্দ্রাবাদের রেনবো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ইঞ্জেকশন দেওয়া হয় তাকে। এখন আগের থেকে অনেকটাই সুস্থ আয়াংশ। 

আয়াংশ গুপ্তা

আয়াংশের মা রুপাল ও বাবা যোগেশ জানিয়েছেন, এত পরিমাণ টাকা জোগাড় করা সহজ ছিল না। তবে সাধারণ মানুষ তাঁদের সন্তানের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ৬৫ হাজারেরও বেশি মানুষ আর্থিক সাহায্য করেছেন। সেই কারণেই এত টাকা জোগাড় করা সম্ভব হয়েছে। 

আয়াংশ গুপ্তা

আয়াংশের বাবা বলেন, ‘এই জয় সাধারণ মানুষের জয়। তারা এভাবে সাহায্য করে একজন বাচ্চার প্রাণ বাঁচাল। এটা একটা দৃষ্টান্ত। আমি সবার কাছে কৃতজ্ঞ। বিশেষ করে ImpactGuru-কে আমার ধন্যবাদ। তারা না থাকলে এই অসাধ্য সাধন হতো না।’ 

আয়াংশ গুপ্তা

অজয় দেবগণ, অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, অনিল কাপুর-সহ আরও অনেক তারকাও আয়াংশের দিকে সাহায্য়ের হাত বাড়িয়ে দিয়েছিলেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen