পঞ্জাবকে হারিয়ে পর পর চার ম্যাচে জয় হায়দ্রাবাদের, উচ্ছ্বসিত সমর্থকরা

পঞ্জাবের হয়ে অর্ধশতরান করেন লিয়াম লিভিংস্টোন

April 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ (IPL 2022) এর 28তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) পাঞ্জাব কিংস (PBKS) কে ৭ উইকেটে পরাজিত করেছে। মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। পাঞ্জাব দল ২০ ওভারে ১০ উইকেটে ১৫১ রান করে। হায়দরাবাদ ১৮.৫ ওভারে ৩ উইকেটে ১৫২ রান করে। হায়দরাবাদ টানা চতুর্থ জয় পেল।

এ দিন, হায়দরাবাদের শুরুটা ভালো হয়নি। চতুর্থ ওভারে কেন উইলিয়ামসনকে প্যাভিলিয়নে পাঠান কাগিসো রাবাদা। পাওয়ারপ্লেতে ৩৯ রান করেছিল এবং ১ উইকেট পড়ে। দ্বিতীয় উইকেটের পতন ঘটে নবম ওভারে। রাহুল ত্রিপাঠীকে প্যাভিলিয়নে পাঠান রাহুল চাহার। তৃতীয় উইকেটের পতন হয় ১১তম ওভারে। অভিষেক ত্রিপাঠীকে প্যাভিলিয়নে পাঠান রাহুল চাহার। ১৪তম ওভারে দলের স্কোর পূর্ণ হয় ১০০ রান। এইডেন মার্করাম ৪১ ও নিকোলাস পুরান ৩৫ রানে অপরাজিত থাকেন।

পঞ্জাবের হয়ে অর্ধশতরান করেন লিয়াম লিভিংস্টোন। দলের শুরুটা খারাপ হয়েছিল। তৃতীয় ওভারে শিখর ধাওয়ানকে প্যাভিলিয়নে পাঠান ভুবনেশ্বর কুমার। পঞ্চম ওভারে প্রভসিমরান সিংকে প্যাভিলিয়নে পাঠিয়ে দলকে আরেকটি ধাক্কা দেন টি নটরাজন। পাওয়ারপ্লেতে ৪৮ রান করে দুই উইকেট পড়ে। সপ্তম ওভারে জনি বেয়ারস্টোকে প্যাভিলিয়নে পাঠান জগদীশ সুচিত। অষ্টম ওভারে জিতেশ শর্মাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দলকে চতুর্থ ধাক্কা দেন উমরান মালিক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen