যখন যেই রাজ্যে যাব সেটা জিততেই যাব: অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভবিষ্যতের সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে আরও এক মাস সময় লাগবে বলে জানিয়েছে তিনি।

June 7, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বুঝিয়ে দিলেন, বাংলা জয়ের পর এবার দেশ জয়ের পথে তৃণমূল।

কীভাবে তৃণমূল ভারত জয় করবে, তারও খসড়া দিলেন অভিষেক। তাঁর কথায়, ‘লড়াইটা মমতা বনাম মোদি সরকারের। আমরা যখন অন্য রাজ্যে পা দেব তখন শুধু একটা দুটো বিধায়ক পদ জিততে যাব না, ভোট বাড়াতে যাব না, যখন অন্য রাজ্যে যাব সেটা জিততেই যাব।’

এদিন তিনি আরও বলেন, ‘বিজেপি-কে হারানো আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য দেশকে বাঁচানো, দেশের সংবিধানকে রক্ষা করা। সবাই বিশ্বাস করেন, মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রকে বাঁচাতে পারবেন।’

অভিষেক বলেন সাধারণ সম্পাদক হিসেবে দলের বিস্তারের পাশাপাশি তিনি চান মমতা বন্দ্যোপাধ্যায়ের আদৰ্শ সবার কাছে পৌঁছে দিতে।

ভবিষ্যতের সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে আরও এক মাস সময় লাগবে বলে জানিয়েছে তিনি।

অভিষেক এদিন জানান দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোটের ফল প্রকাশের পরদিন থেকেই অভিনন্দন জানিয়ে এক লক্ষেরও বেশি ইমেল এসেছে দলের কাছে। অর্থাৎ পক্ষান্তরে সাংসদ বোঝালেন দেশের সমর্থনও এখন তাঁদের হাতের মুঠোয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen