I believe in Siraj bhai, গুগলের ট্রিবিউট সিরাজকে

হাতে ব্যথা নিয়ে শেষ দিন ক্রিস ওকস মাঠে নামেন , কিন্তু অপর দিকে খেলতে থাকা অ্যাটকিনসনও বেশি সময় টিকতে পারেননি

August 5, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.১৪: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আরেকটি রূপকথার সংযোজন। আর সেই রূপকথার নায়ক – মহম্মদ সিরাজ। ওভালে পঞ্চম টেস্টে যা ঘটেছে, তা যেন কেবল এক ম্যাচের গল্প নয় – তা এক বিস্ময়কর প্রত্যাবর্তনের মুহূর্ত। সেই ম্যাচের মুহূর্তটা ঠিক ছিল- ইংল্যান্ড মাত্র ৭৪ রানে জয় থেকে দূরে, হাতে ৭ উইকেট, উইকেটে তখন ব্যাট হাতে জো রুট ও হ্যারি ব্রুক। ১৯৫ রানের পার্টনারশিপ তাঁদের —অর্থাৎ, ভারতের এই ম্যাচে জয়ের সম্ভাবনা পারি শূন্য।

কিন্তু আশ্চর্যজনকভাবে, ঠিক সেই মুহূর্তেই যেন পাল্টে গেল সব কিছু। মহম্মাদ ও কৃষ্ণের যুগলবন্দিতে এক ইতিহাস লিখে ফেলল ভারত। চতুর্থ দিনের শেষ ভাগে ভারতীয় দল উইকেটের ফোয়ারা ও রান আটকানোর অসাধারণ ক্ষমতা দিয়ে তাঁরা ইংল্যান্ডকে এমন চাপে ফেলে দিল যা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।

পঞ্চম দিনে, ম্যাচে উত্তেজনা এমন চরমে পৌঁছয় যে মনে হচ্ছিল, গোটা ক্রিকেট বিশ্ব যেন নিশ্বাস বন্ধ করে আছে। সিরাজ প্রথমেই আউট করেন ওভারটনকে। প্রসিদ্ধ ফেরান টংকে। হাতে ব্যথা নিয়ে শেষ দিন ক্রিস ওকস মাঠে নামেন , কিন্তু অপর দিকে খেলতে থাকা অ্যাটকিনসনও বেশি সময় টিকতে পারেননি। সিরাজ ৮৯তম ওভারের প্রথম বলেই ইয়র্কার দিয়ে উড়িয়ে দেন অ্যাটকিনসনের অফ-স্টাম্প।

এই নাটকীয় জয়ের পর শুধু ভারত নয়, বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা অভিভূত। ভারতীয় কিংবদন্তিরা যেমন সচিন, গাঙ্গুলি প্রশংসায় ভাসালেন, তেমনি একধাপ এগিয়ে গুগল পর্যন্ত ট্রিবিউট দিল সিরাজকে। ২০২৪-এর টি২০ বিশ্বকাপ জয়ের পরে সিরাজ বলেছিলেন, “I only believe in Jassi bhai”, সেই উক্তিটিকেই এবার ফ্যানেরা ঘুরিয়ে দিলেন সিরাজের জন্য—“We only believe in Siraj bhai!”

গুগলের হোমপেজে আজ সেই ছবি ভেসে বেড়াচ্ছে, যেন ক্রিকেট ঈশ্বররাও মাথা নোয়ালেন সিরাজের সাহসিকতার সামনে। লাল বলের ক্রিকেটে এমন প্রত্যাবর্তন এই যুগে খুব কমই দেখা যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen