I For India কনসার্টে উঠল ₹ ৫২ কোটি! ভক্তদের ধন্যবাদ জানাল বলিউড

নভেল করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে একদিকে যেমন প্রয়োজন মনের জোর তেমনই প্রয়োজন প্রচুর পরিমাণ টাকার। ব্যক্তিগতভাবে বহু তারকাই বিপুল পরিমাণে অর্থ দান করেছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। অনুদান দিয়েছেন অন্যান্য বেশ কিছু সংস্থাকেও। এবার বলিউড এক হয়ে আয়োজন করেছিল I For India কনসার্টের। প্রযোজক-পরিচালক করণ জোহর এবং জোয়া আখতারের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই ভার্চুয়াল কনসার্ট। তবে শুধু বলিউড সেলেবরাই নন এতে অংশ নিয়েছিলেন বিদেশের তারকারও।

May 6, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

নভেল করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে একদিকে যেমন প্রয়োজন মনের জোর তেমনই প্রয়োজন প্রচুর পরিমাণ টাকার। ব্যক্তিগতভাবে বহু তারকাই বিপুল পরিমাণে অর্থ দান করেছেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। অনুদান দিয়েছেন অন্যান্য বেশ কিছু সংস্থাকেও। এবার বলিউড এক হয়ে আয়োজন করেছিল I For India কনসার্টের। প্রযোজক-পরিচালক করণ জোহর এবং জোয়া আখতারের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই ভার্চুয়াল কনসার্ট। তবে শুধু বলিউড সেলেবরাই নন এতে অংশ নিয়েছিলেন বিদেশের তারকারও।

এই কনসার্ট থেকে উঠে এসেছে ৫২ কোটি টাকা। ভক্তদের এই অনুদানের জন্যে সোশ্যাস মিডিয়ার মাধ্যমে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন করণ জোহর। রবিবার ফেসবুকে লাইভ স্ট্রিমিং হয়েছে এই ভার্চুয়াল কনসার্টের।

কনসার্টে অংশ নিয়েছিলেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, হৃত্বিক রোশন, আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, ক্যাটরিনা কইফ, অনুষ্কা শর্মা, সইফ আলি খান, করিনা কাপুর খান, শাবানা আজমি এবং রণবীর সিং।

আন্তর্জাতিক তারকাদের মধ্যে ছিলেন মাইক জ্যাগার, জোনাস ব্রাদার্স, সোফি টার্নার, উইল স্মিথ, ব্রায়ান অ্যাডামস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen