‘আই হ্যাভ অ্যা প্ল্যান’, ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখালেন তারেক রহমান

December 25, 2025 | 2 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৪৫: দীর্ঘ ১৭ বছরের ‘স্বেচ্ছা নির্বাসন’ শেষে দেশে ফিরলেন বিএনপি’র (BNP) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। ৬৩১৪ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশের মাটিতে পা রাখেন তিনি। আর ফিরেই ঢাকার পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন বিশাল জনসমাবেশ থেকে শোনালেন নতুন বাংলাদেশ (Bangladesh) গড়ার প্রত্যয়। মার্কিন মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক উক্তিকে নিজের মতো করে সাজিয়ে তিনি বললেন, ‘‘মার্টিন লুথার কিং বলেছিলেন, আই হ্যাভ অ্যা ড্রিম (আমার একটি স্বপ্ন আছে)। আমিও আজ বলছি, আই হ্যাভ অ্যা প্ল্যান (আমার একটি পরিকল্পনা আছে)।’’

২০২৪ সালে শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের পর বদলে যাওয়া রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা এক তাৎপর্যপূর্ণ ঘটনা। এদিন পূর্বাচলের সমাবেশস্থল কার্যত জনসমুদ্রে পরিণত হয়। আন্তর্জাতিক মহলের নজরও ছিল বিএনপির এই শীর্ষ নেতার বার্তার দিকে। মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান স্পষ্ট করেন, তাঁর এই ‘পরিকল্পনা’ মূলত একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়ার রূপরেখা। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতাও কামনা করেন।

সম্প্রতি যুবনেতা শরিফ ওসমান হাদির (Osman Hadi) মৃত্যুকে কেন্দ্র করে ওপার বাংলার রাজনীতি যখন উত্তপ্ত, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে শান্তির বার্তা দেন তারেক। তিনি বলেন, ‘‘ওসমান হাদি চেয়েছিলেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। সকলে মিলে আমরা সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। আমাদের ধৈর্যশীল হতে হবে। আগামী দিনে আমরা দেশে শান্তি চাই।’’ তিনি এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখান, যেখানে মানুষ ঘর থেকে বের হলে সুস্থভাবে ফেরার নিশ্চয়তা পাবে। একইসঙ্গে বিগত হাসিনা সরকারের সমালোচনাও শোনা যায় তাঁর কণ্ঠে।

দীর্ঘদিন পর দেশে ফিরে অসুস্থ মা খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে না গিয়ে সরাসরি জনসভায় যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছিল। এদিন মঞ্চ থেকে সেই সমালোচনারও কড়া জবাব দেন তারেক। আবেঘন কণ্ঠে তিনি বলেন, ‘‘খালেদা জিয়া এ দেশের মাটি ও মানুষকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। সন্তান হিসেবে আমার মন মায়ের বিছানার কাছে, ওই হাসপাতালের ঘরেই পড়ে রয়েছে। কিন্তু যে মানুষগুলোর জন্য মা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের ফেলে যেতে পারি না। তাই হাসপাতালে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে এখানে দাঁড়িয়েছি।’’

বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান ধর্ম, বর্ণ, পেশা ও লিঙ্গ নির্বিশেষে এক অসাম্প্রদায়িক ও নতুন বাংলাদেশ গড়ার ডাক দেন। তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সতর্ক করে জানিয়ে দেন, নতুন বাংলাদেশে কোনো বিশৃঙ্খলার জায়গা নেই। নিয়ম ও শৃঙ্খলার মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen