তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী দেখতে চাইঃ বিমল গুরুং
মোদী, অমিত শাহ পর্যন্ত ছবছরে কোনও কথা রাখেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কথা রেখেছেন। তিন বছর পর প্রকাশ্যে এসে সাংবাদিক সম্মেলনে এমনই বললেন বিমল গুরুং।

১২ বছর বিজেপিকে সমর্থন করার পরেও বিজেপি গোর্খাদের দাবি রাখেনি। তাই, আমরা এনডিএ ত্যাগ করলাম। মোদী, অমিত শাহ পর্যন্ত ছবছরে কোনও কথা রাখেনি। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কথা রেখেছেন। তিন বছর পর প্রকাশ্যে এসে সাংবাদিক সম্মেলনে এমনই বললেন বিমল গুরুং।
তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী নির্বাচনে সমর্থন করবে তাঁর দল বিজেপিকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য। তিনি যা কথা দেন, তিনি রাখেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবো আগামী নির্বাচনে আমাদের সঙ্গে নিন ও আমাদের দাবীর স্থায়ী সমাধান করুন।
তিনি আরও জানান, এই তিন বছর তিনি দিল্লীতে ছিলেন এবং গত দুমাস তিনি ঝাড়খণ্ডে ছিলেন। আমাদের লক্ষ্য শুধু গোর্খাল্যান্ড। আমি দেশদ্রোহী না, আমি রাজনৈতিক নেতা।