‘শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব’, NRC আতঙ্কে বঙ্গে মৃত্যুমিছিল রুখতে বার্তা মমতার

October 30, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৫২:  বঙ্গে SIR ঘোষণার পর থেকে উঠে আসছে একের পর এক আত্মঘাতীর ঘটনা। এই ঘটনায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক টুইটে তিনি দাবি করেছেন, বিজেপির “ভয় এবং বিদ্বেষের রাজনীতি”র ফলেই এই মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের (Election Commission) ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যে তিনজন প্রবীণের আত্মহত্যার ঘটনা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার কমিশন এবং বিজেপির বিরুদ্ধে তোপ দেগে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমরা প্রত্যক্ষ করছি বিজেপির ভয়, বিভাজন ও ঘৃণার রাজনীতির মর্মান্তিক পরিণতি।”

মমতা জানান, ২৭ অক্টোবর পানিহাটির খড়দহের বাসিন্দা ৫৭ বছরের প্রদীপ কর আত্মহত্যা করেন। তাঁর লেখা সুইসাইড নোটে ছিল, “আমার মৃত্যুর জন্য এনআরসি (NRC) দায়ী।” পরের দিন দিনহাটায় ৬৩ বছরের এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন এনআরসি-সদৃশ নথি যাচাই প্রক্রিয়ার আতঙ্কে। আর বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ক্ষিতিশ মজুমদার (৯৫) ইলামবাজারে আত্মহত্যা করেন। তাঁর আশঙ্কা ছিল তাঁর জমি কেড়ে নেওয়া হবে।

এরপর অমিত শাহকে (Amit Shah) নিশানা করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, “এসব মৃত্যুর দায় কে নেবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কি কোনও জবাব আছে? তাঁকে আজ প্রমাণ দিতে হচ্ছে- তিনি এই মাটিরই সন্তান!” তাঁর দাবি, এই ঘটনাগুলি শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, মানবতার প্রতি বিশ্বাসঘাতকতা। তিনি আরও বলেন, “বাঙালিরা শতাব্দীর পর শতাব্দী মর্যাদার সঙ্গে নিজের মাটিতে থেকেছে। আজ তাঁদের প্রমাণ করতে হচ্ছে তাঁরা এখানে থাকার যোগ্য কি না।”

জনগণের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, “কেউ উত্তেজিত হবেন না, কেউ চরম পদক্ষেপ নেবেন না। মা-মাটি-মানুষ সরকার আপনাদের পাশে আছে। এনআরসি বাংলায় কোনও ভাবেই কার্যকর হতে দেব না- না সামনে দিয়ে, না পেছনের দরজা দিয়ে।”

বিজেপির অসৎ উদ্দেশ্য রুখে দিয়ে মানুষের অধিকার রক্ষার লড়াই চলবে বলেও জানান তিনি। মমতার হুঁশিয়ারি, “একজনও বৈধ নাগরিকের নাম আমরা থাকতে বাদ দিতে দেব না। মানুষের অধিকার রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ব।”

উল্লেখ্য, SIR ইস্যুতে কমিশন ও বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের হুশিয়ারি, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে আন্দোলন হবে। কমিশনের অফিস ঘেরাও হবে। SIR-র বিরুদ্ধে সরব বাম, কংগ্রেস-সহ রাজ্যের অন্য বিরোধীরা। যদিও বিজেপি (BJP) এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর এই অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen