‘বাংলাকে যাঁরা জব্দ করতে চাইছে, তাঁদের স্তব্ধ করব’, নেতাজি ইনডোর থেকে BJP-কে তোপ মমতার
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৩: বাংলার ভোটার তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে। কমিশনের বিরুদ্ধে জীবির, বৈধ ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ উঠছে। এই আবহে আজ, সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিএলএ ও বিএলএ-২-দের নিয়ে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভা মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন মমতা। মমতার তোপ, “বাংলাকে জব্দ করতে চাইছে, ওদের স্তব্ধ করব। বিজেপি রইল পিছুর টানে, কাঁদবে তুমি কাঁদবে। আমরা যা লক্ষ্য করলাম ১.৫ কোটি নাম বাদ দিতে হবে। বিজেপি খোকাবাবুদের আবদার। হাত ঘুরিয়ে নারু পাব। বাংলাকে দখল করব। অসম্মান করব, বাংলার ইতিহাস ভুলিয়ে দেব। চালাকি! চালাকি দিয়ে মহৎ কাজ হয় না।’’
সরাসরি কমিশনকে নিশানা করে মমতা বলেন, “BLO-দের দোষ নয়। কিন্তু দেখছিলাম কেন্দ্রীয় সরকারের BLO লাগিয়েছে। গায়ের জোরে দু’বছরের কাজ দু’মাসে করতে চাইছে। সরকার যাতে কাজ করতে না পারে। বিজেপি তাতেও আমাদের সাথে তোমরা পারবে না। সব এজেন্সিকে কাজে লাগিয়েছো। চক্রান্তকারীরা দল। দু’চোখে দুর্যোধন আর দুঃশাসন। যারা গান্ধীজির নাম কেটে দেয় তারা দেশকে কতটা ভালোবাসে জানা আছে।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “বিজেপি সব এজেন্সিকে দালাল বানিয়েছে। আরও দেড় কোটি নাম নাকি বাদ দিতে হবে, খোকাবাবুদের আবদার!” তাঁর আশঙ্কা আরও দেড় কোটি নাম নাকি বাদ যেতে পারে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বৈধ ভোটারের নাম খসড়া তালিকায় না-ওঠার নেপথ্যে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। নির্বাচন কমিশনকেও ষড়যন্ত্রের দোসর বলে কটাক্ষ করেছেন তিনি। বিজেপি-কমিশনের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএলএ এবং বিএলএ-২ দের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, কোন কোন বৈধ ভোটারের নাম তালিকায় ওঠেনি তার বিস্তারিত খোঁজ নিতে হবে। বুথ লেভেল এজেন্টদের আরও সক্রিয় ও সতর্ক হতে হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে।
নির্বাচন কমিশনকে নিশানা করে মমতা বলেন, “২০০৪ এ লোকসভা ছিল। ডিলিমিটেশন তার পর। সেটা মনে আছে? একটা ভোটার আরেকটায় চলে গেল। আগে ছিল আলিপুর। এখন ভবানীপুর। নতুন নতুন ওয়ার্ড ঢুকল। ম্যাপিংটাই তো ভুল। এটা ডেড ব্লান্ডার। আগে ১০০ টা ওয়ার্ড ছিল কলকাতায়। ২০০৯ এ দিলিমিটেশন হল। বিজেপির ভ্যানিশবাবুরা বিএলও-দের ট্রেনিং দিয়েছেন? বিজেপি কমিশন তৈরি করেছে। আমার কাঁচকলা করবেন। গলা কেটে দিলেও বলব মানুষের কথা। বাংলা না থাকলে দেশ থাকবে না।”
SIR-কে কেন্দ্র করে বাংলায় একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। বৈঠকে সেই প্রসঙ্গেও সরব হয়েছে মমতা। মৃত্যু নিয়ে কমিশনকেও কাঠগড়ায় তোলানে তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “কী চলছে আর কী করা উচিত সেটা জানতে হবে। নির্বাচনে ২ মাস আগে ডেলিবারেট অ্যাটেম্পট। মানুষের অধিকার কেড়ে নিতে চায়। অটোক্রেসি চলছে। মতুয়া, তফসিলি, আদিবাসীদের ভোট থাকবে না। ৪৬ জন মারা গিয়েছেন। তার মধ্যে অর্ধেকের বেশি হিন্দু। এর দায় কে নেবে? কমিশন তো এর দায় এড়াতে পারবে না।”
উল্লেখ্য, আজকের সভায় কলকাতা ও সংলগ্ন জেলার মোট ৪০টি বিধানসভার বুথ লেভেল এজেন্ট বা বিএলএ (BLA) এবং বিএলএ-২ (BLA-2)-রা হাজির ছিলেন।
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:২৩: বাংলার ভোটার তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে। কমিশনের বিরুদ্ধে জীবির, বৈধ ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ উঠছে। এই আবহে আজ, সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিএলএ ও বিএলএ-২-দের নিয়ে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভা মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার ছাড়েন মমতা। মমতার তোপ, “বাংলাকে জব্দ করতে চাইছে, ওদের স্তব্ধ করব। বিজেপি রইল পিছুর টানে, কাঁদবে তুমি কাঁদবে। আমরা যা লক্ষ্য করলাম ১.৫ কোটি নাম বাদ দিতে হবে। বিজেপি খোকাবাবুদের আবদার। হাত ঘুরিয়ে নারু পাব। বাংলাকে দখল করব। অসম্মান করব, বাংলার ইতিহাস ভুলিয়ে দেব। চালাকি! চালাকি দিয়ে মহৎ কাজ হয় না।’’